Skip to content

একাধিক বলিউড তারকার সন্তানরা পড়াশোনা করেন নীতা আম্বানির স্কুলে, ফিস দেখে চোখ উঠবে কপালে

    img 20230404 202340

    বর্তমান সময়ে পড়াশোনার গুরুত্ব অনেক বেড়ে গেছে। সাধারণ নাগরিক হোক বা বড় তারকা, সবাই চায় তাদের সন্তানরা সেরা স্কুল থেকে লেখাপড়া করুক। সমাজ আজ অনেক এগিয়ে, প্রচুর বৃদ্ধি পেয়েছে শিক্ষিতের হার। তবে জানেন কি বলিউড তারকাদের ছেলেমেয়েরা কোন স্কুলে পড়াশোনা করে? আলোচ্য বিষয়ে যে স্কুলের সম্পর্কে বলা হচ্ছে, সেটি ‘ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ (Dhirubhai Ambani International School)। জানা যায়, বেশিরভাগ তারকা কিডস এই স্কুলে পড়াশোনা করে।

    ভারত তথা বিশ্বের অন্যতম একজন ধনকুবের হলেন মুকেশ আম্বানি (mukesh ambani)। নিজের ব্যবসা থেকে শুরু করে পরিবারের নানা বিষয়ে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে থাকতে দেখা যায় মুকেশ আম্বানিকে। তবে শুধুমাত্র এই শিল্পপতিই নয়, তাঁর স্ত্রী নীতা আম্বানিও (nita ambani) মাঝে মধ্যে উঠে আসেন সংবাদ শিরোনামে। কখনও নিজের অসাধারণ সব শখের বিষয় নিয়ে কিংবা কখনও সামাজিক কাজকর্মের কারণে, প্রায়শই সংবাদ শিরোনামে থাকেন নীতা আম্বানি।

    জানিয়ে রাখি, বাবা ধীরুভাই আম্বানির স্মরণে ২০০৩ সালে একটি স্কুল শুরু করেছিলেন মুকেশ আম্বানি। অনেকেই এই বিষয়ে অবগত নন যে, ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’র অন্যতম প্রতিষ্ঠাতা হলেন নীতা আম্বানি এবং তাঁর মেয়ে ইশা আম্বানি।

    img 20230113 193733

    বর্তমান সময়ে নীতা আম্বানির এই স্কুল বিশ্বের অন্যতম জনপ্রিয় স্কুল হিসাবে পরিচিতি পেয়েছে। বাস্তবে এই স্কুল বিলাসবহুল সুবিধা এবং উচ্চ স্তরের শিক্ষার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এখানে সাধারণত তারকাদের সন্তানদের পড়াশুনা করতে দেখা যায়। তারকা থেকে শুরু করে দেশের অন্যান্য বড় ব্যবসায়িদের সন্তানরাও এই স্কুলে পড়েন।

    বিলাসবহুল এই বিদ্যালয়ে এই স্কুলে অডিটোরিয়াম, ইয়োগা রুম, ডান্স রুম, লেবার রুম, খেলার মাঠ এবং শিক্ষাকেন্দ্রের মতো অনেক সুবিধা রয়েছে। ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যা বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান এবং সাইফ আলি খানের সন্তান সহ অনেক তারকাদের সন্তানরা এই বিদ্যালয়ে পড়াশুনা করেন।

    img 20230113 193715

    প্রসঙ্গত, দেশের নামিদামি স্কুলে পড়তে খরচ করতে হয় লাখ লাখ টাকা। LKG থেকে VII শ্রেণী পর্যন্ত শিশুদের এক মাসের ফি প্রায় ১৫০০০০ টাকা। অষ্টম থেকে দশম শ্রেণির শিশুদের বার্ষিক ফি ৫ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়ালেখা বাবদ বছরে ১০ লাখ টাকা খরচ হয়।