Skip to content

বয়স ৫৫-র ঘরে দাঁড়িয়েও সৌন্দর্য্যের দিক থেকে হার মানাবে বলি অভিনেত্রীদের, রইল নীতা আম্বানির সৌন্দর্তার রহস্য

    বর্তমান সময়ে দেশের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন মুকেশ আম্বানি। ধন সম্পদের দিক থেকে মুকেশ আম্বানি যেমন এগিয়ে রয়েছেন, তেমন অন্যদিকে সৌন্দর্য্যের দিক থেকে তাঁর স্ত্রী নীতা আম্বানি (nita ambani) কোন অংশে কম নয়। ৫৫ বছর বয়সে দাঁড়িয়েও সৌন্দর্য্যের দিক থেকে যে কোন বলি অভিনেত্রীকে হার মানাতে পারেন নীতা আম্বানি।

    জানা যায়, নিজেকে ফিট রাখার জন্য ব্যয়বহুল নানারকম জিনিসও ব্যবহার করেন নীতা আম্বানি (nita ambani)। তবে নীতা আম্বানি তাঁর সৌন্দর্য্যের জন্য কৃতিত্ব দিয়ে থাকেন মেকআপ আর্টিস্ট মিকি কন্ট্রাক্টরকে। জানা গিয়েছে, শুধুমাত্র নীতা আম্বানিই নয়, তাঁর মেয়ে ইশা আম্বানি, শ্লোকা মেহতা, অভিনেত্রী ঐশ্বর্য রাই এবং অন্যান্য সেলিব্রিটিরাও তাঁর কাছ থেকে মেকআপ করান।

    সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় নীতা আম্বানির কিছু ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। আর সেইকারণেই বর্তমান সময়ে আলোচনার শীর্ষে উঠেছেন আম্বানি ঘরণী। ভাইরাল হওয়া ছবিতে নীতা আম্বানিকে একটি ক্লাসিক পোলকা নেকলেসের সাথে এমব্রয়ডারি করা একটি গভীর গোলাপী পোশাকে দেখা যায়। সঙ্গে চোখে ব্রাউন মেকআপ এবং ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক পরিহিত অবস্থায় মেকআপ আর্টিস্টের সঙ্গেই তাঁকে দেখা যায়।

    অপর একটি ছবিতে লাল রঙের পোশাক এবং সবুজ রঙের অলংকারে নীতা আম্বানিকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন মেকআপ আর্টিস্ট মিকি কন্ট্রাক্টর। রিপোর্ট বলছে, একবার মেকআপ করানোর জন্য মেকআপ আর্টিস্টকে প্রায় ১ লক্ষ টাকা পারিশ্রমিক দেন মুকেশ পত্নী।

    জানিয়ে রাখি, গুজরাটি পরিবারে জন্ম নেওয়া নীতা আম্বানি (nita ambani) একজন ধ্রুপদী নৃত্যশিল্পী ছিলেন। সেই কারণে মেকআপের দিকে তাঁর একটু বেশিই ঝোঁক রয়েছে। অন্যদিকে তাঁর মেয়ে ইশা আম্বানিও মেকআপ আর্টিস্ট মিকির উপরই ভরসা করেন। আম্বানি পরিবারের যে কোন অনুষ্ঠানে মিকিই সাজগজের দায়িত্ব নেয় বলে জানা গিয়েছে।