Skip to content

নতুন বন্দে ভারত ছুটবে এবার ১১টি জেলা দিয়ে, রইলো রুট-ভাড়া ও সময়-সূচি

    img 20230427 140009

    প্রধানমন্ত্রী “নরেন্দ্র মোদী” (Narendra Modi) ২৫শে এপ্রিল দেশের ১৬তম বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন। ট্রেনটি কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে কাসারগোড় জেলা পর্যন্ত যাতায়াত করবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনটি মোট ১১টি জেলাকে অতিক্রম করবে। এবং দুই প্রান্তিক স্টেশনের মাঝে মোট সাতটি স্টেশনে স্টপিজ নেবে। দক্ষিণ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিরুবনন্তপুরম থেকে ছেড়ে এই বন্দে ভারত ট্রেনটি কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম টাউন, ত্রিশুর, শোরানুরজেন, কোঝিকোড়, কান্নুর হয়ে কাসারগোড়ে গিয়ে থামবে।

    img 20230427 140113

    দক্ষিণ রেলওয়ের প্রস্তাব অনুসারে, তার আসন্ন কেরালা বন্দে ভারত এক্সপ্রেস প্রায় ৮ ঘন্টা ৫ মিনিটে প্রায় ৫৮৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। তদুপরি, এটি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার দ্রুত ছুটতে পারে বলে জানা গেছে। ট্রেন নম্বর- ২০৬৩৪ (কাসারগোডের দিকে) ২০৬৩৩ (তিরুবনন্তপুরমের দিকে) চলবে, তিরুবনন্তপুরম এবং কাসারগোডের মধ্যে।

    তিরুবনন্তপুরম-কাসারগোড বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী এবং সময়, ট্রেন নম্বর ২০৬৩৪ তিরুবনন্তপুরম থেকে ভোর ৫:২০ তে ছাড়বে এবং কাসারগোদে পৌঁছায় ১:২৫ পি এম. এ। ফিরতি যাত্রার সময়, ট্রেন নম্বর ২০৬৩৩ কাসারগোড থেকে ২:৩৯ PM এ ছেড়ে যাবে এবং ১০:৩৫ PM এ তিরুবনন্তপুরমে পৌঁছাবে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন চলবে এই ট্রেনটি। তিরুবনন্তপুরম-কাসারাগোদ রুটে সমগ্র ৫৮৬ কিলোমিটার দূরত্বের ভাড়া হল ১৫৯০ টাকা (CC এর জন্য), এবং ২৮৮০ টাকা (EC এর জন্য)। তিরুবনন্তপুরম-কোল্লাম ভাড়া ৪৩৫ টাকা (CC) এবং ৮২০ টাকা (EC এর জন্য)। এবং কাসারগোড-তিরুবনন্তপুরম রুটে ভাড়া ১৫২০ টাকা (CC) এবং ২৮১৫ টাকা (EC)।

    img 20230427 140036

    আইআরসিটিসি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং রেলস্টেশনে রিজার্ভেশন কাউন্টারের মাধ্যমে টিকিট বুক করা যাবে। রবিবার সকাল ৮টায় বুকিং খোলা হয়। রিপোর্ট অনুযায়ী, টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। আগামী পাঁচ দিনের জন্য এক্সিকিউটিভ চেয়ার কার টিকিট পাওয়া যাচ্ছে না।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading