Skip to content

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে ভুল করল নেটিজনরা, গুলিয়ে ফেলল বিগবির সঙ্গে

    img 20220628 172250

    সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছে, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটিজনদের মধ্যে। বিখ্যাত ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি (steve mccurry) নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে এই ছবি শেয়ার করার পর থেকেই কৌতূহল বেড়েছে মানুষের মনে। ছবিতে থাকা এই মানুষটির সঙ্গে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) অনেক মিল থাকায় হইচই বেড়েছে ভক্তদের মধ্যে।

    ছবিতে দেখা যায়, একজন বয়স্ক মানুষকে। যার মাথায় পাগড়ি বাঁধা রয়েছে, আর পাগড়িটি এমন ভাবে বাঁধা রয়েছে, যাতে করে তাঁর একটি চোখ বন্ধ হয়ে গিয়েছে। আবার ওই ব্যক্তির চোখে চশমাও রয়েছে। মুখে চোখে রুক্ষতা এবং গাল ভর্তি সাদা দাড়িতে ওই ব্যক্তিকে অমিতাভ বচ্চনের সঙ্গেও তুলনা করেছেন অনেকে।

    শুধুমাত্র তুলনা করাই নয়, কয়েকজন নেট ব্যবহারকারী এই ছবিতে থাকা ব্যক্তিকে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বলেই মনে করেছেন। একজন লিখেছেন, ‘এনাকে তো পুরো অমিতাভ বচ্চনের মত দেখতে লাগছে’। আবার একজন লিখেছেন, ‘ইনি অমিতাভ বচ্চন তো নয়!’

    জানিয়ে রাখি, বেশ কিছু দিন আগে এই ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই এই ব্যক্তিকে অমিতাভ বচ্চন ভেবে ভুল করেছিলেন। তখন অনেকেই এই ছবিকে ‘থাস্টিভ ম্যাককারিগস অফ হিন্দুস্তান’ ছবির কোন দৃশ্য ভেবে ভুল করেছিলেন। কিন্তু বাস্তবে এটি আফগানিস্তানের কোন এক শরণার্থীর ছবি। যার সঙ্গে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কোন সম্পর্ক নেই। বর্তমান সময়ে ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘প্রজেক্ট কে’ ছবিতে দেখা যেতে চলেছে অমিতাভ বচ্চনকে।

    অন্যদিকে বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার হলেন স্টিভ ম্যাককারি (steve mccurry), যিনি ১৯৫০ সালে ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। পেন বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফির শিক্ষা অর্জন করেছিলেন তিনি। সিনেমাটোগ্রাফি এবং চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেও থিয়েটার আর্ট নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। জাতীয় প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ছাড়াও বহু পুরস্কার পেয়েছেন স্টিভ ম্যাককারি (steve mccurry)। বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফার হিসেবে বিখ্যাত এই ব্যক্তি।