সেলেব তারকাদের সাধারণত মেকআপ অবস্থাতেই দেখা যায় সিলভার স্ক্রীনের পর্দায়। কিন্তু খুব কমই তাদের মেকআপ ছাড়া দেখা যায়। এবারে মেকআপ বিহিন অবস্থায় দেখা গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকনকে (deepika padukone)। নিজেরই স্কিনকেয়ার ব্র্যান্ড 82E নিয়ে করা একটি বিজ্ঞাপনের ফটোশ্যুটে তাঁকে দেখা গেল মেকআপহীন ভাবে। আর অভিনেত্রীর এই চেহারেই মনে ধরল দর্শকদের।
ওয়ার্ল্ডকাপ ২০২২-তে আর্জেন্তিনা ও ফ্রান্সের ফাইনালের ঠিক আগেই কাপ উদ্বোধন করতে যাওয়ার পূর্বেই এই ভিডিও শ্যুট করা হয়। এখানে ট্রফি রাখার বাক্সটি লুই ভিতোঁ বানিয়েছিল। আর এই কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর দীপিকা। আর এখানেই অনুষ্ঠানের আগের মুহূর্তের ভিডিওতে নো ফিল্টার, নো মেকআপ লুকে ধরা পড়েন এই অভিনেত্রী।
এই ভিডিওতে দেখা যায়, মেকআপ চেয়ারে গা এলিয়ে বসে রয়েছেন দীপিকা পাডুকন। আর তাঁর স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে তাঁর মুখ ম্যাসাজ করে দিচ্ছেন তাঁরই বহুদিনের আর্টিস্ট সন্ধ্যা শেখর। আর সেখানেই দীপিকার হাসির সঙ্গে তাঁর মুখের সমস্ত বলিরেখা সুন্দরভাবে ফুটে ওঠার দৃশ্যও ধরা পড়ে।
এই ভিডিও একদিকে যেমন নেটিজনদের মনে ধরেছে, তেমনই অন্যদিকে নেটিজনরা বলেছেন, এতবড় সেলিব্রিটি হওয়া সত্ত্বেও এইভাবে ভিডিও করার সাহস দেখিয়েছেন অভিনেত্রী। এক নেটিজন বলেন, ‘এখনকার দিনের নায়িকারা নিজেদের মেকআপহীন ত্বক দেখানোর কোন সাহস পায়। কিন্তু আগেকার দিকে এসব ভাবাই যেত না’।
তবে এরই মধ্যে নেটদুনিয়ার এক ‘দীপিকা হেটার্স’ নাগরিক লেখেন, ‘পুরো বুড়িদের মত দেখতে লাগছে তোমাকে। এবার একটু কচি থেকে সাজাটা বন্ধ কর’।
জানিয়ে রাখি, সম্প্রতি মুক্তি পেতে চলেছে বলি তারকা শাহরুখ খান এবং অভিনেত্রী দীপিকা পাডুকন অভিনীত চলচ্চিত্র ‘পাঠান’। দীর্ঘ কয়েকবছর অপেক্ষার পর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই শাহরুখ দীপিকা জুটি।