বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার “অর্জুন রামপাল” (Arjun Rampal), চলচ্চিত্র জগতে অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। তার অভিনয় মানুষকে মুগ্ধ করেছে। বহু মেয়েরা তার চেহারার দিওয়ানা বলেও জানা যায়। সম্প্রতি, অর্জুন তার কন্যার বিষয়েও বেশ আলোচনায় রয়েছেন। জানা যাচ্ছে, তার কন্যা অত্যন্ত সুন্দরী একজন নারী। খবর অনুযায়ী, অভিনেতা অর্জুনের ৩ টি সন্তান রয়েছে যার মধ্যে ২টি মেয়ে এবং একটি ছেলে।
অর্জুন কন্যা ‘মায়রা’ এর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। মায়রা’র ছবি দেখে রীতিমতো পাগল বহু দর্শক। তার চেহারার প্রশংসার রব উঠেছে নেটিজেনদের মধ্যে। মায়রার সৌন্দর্য টেক্কা দেবে বিটাউনের অভিনেত্রীদেরও। অর্জুন রামপাল নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন।
অর্জুন রামপাল তার মেয়ে মায়রার সাথে লাঞ্চ ডেটে গিয়েছিলেন এবং তিনি এই মুহূর্তের সুন্দর কিছু ছবিও শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি ক্যাপশনে তথ্যও দিয়েছেন যে, মায়রা তার মেয়ে। তিনি লিখেছেন, “লাঞ্চ ডেট এবং এর সাথে তিনি হার্ট ইমোজি শেয়ার করে মায়রাকে ট্যাগ করেছেন। এই ছবি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা তাতে লাইক ও কমেন্টের বর্ষণ করেন।
অভিনেতার সুন্দরী কন্যাকে দেখে ব্যবহারকারীরা তার প্রশংসা করা থেকে নিজেদেরকে আটকাতে পারেননি। এক ব্যবহারকারী লিখেছেন সুন্দর কন্যা এবং হট বাবা। আরেকজন লিখেছেন “তিনি তার মায়ের মতোই সুন্দর”। বর্তমানে অর্জুন রামপাল ও মায়রার ছবি ভক্তদের বেশ পছন্দ হয়েছে। এবং ব্যবহারকারীরা ইতিমধ্যেই অভিনেতাকে তার কন্যার বলিউড অভিষেক নিয়ে প্রশ্ন করা শুরু করেছেন।