Skip to content

মহিলার সাজে এই বলিউড অভিনেতা কে! ভাইরাল ছবি দেখে চিনে পারছে না অধিকাংশ মানুষ

  img 20220825 111001

  সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি ভাইরাল হলেও আজ যে ছবি ভাইরাল হয়েছে তা একটু অন্যরকম। এই ছবিতে একজন নারীকে দেখা গেলেও ছবির সত্যতা অন্য কিছু কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বলিউড ইন্ডাস্ট্রিতে এর আগেও অনেক অভিনেতাকে নারী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে নারীর বেশি যাকে দেখা যাচ্ছে, তাকে নিয়ে দর্শকমহলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

  haddi 16612454603x2

  খবর অনুযায়ী, সম্প্রতি একটি বলিউড ছবির মোশন পোস্ট প্রকাশিত হয়েছে। এটি দেখার পর, অনেকেই নিশ্চিত যে “নওয়াজউদ্দিন সিদ্দিকী” (Nawazuddin Siddiqui)  এবার সবাইকে ভিন্ন কিছু দিয়ে চমকে দিতে চলেছেন। এর আগে কখনও এমন চরিত্রে নাওয়াজকে দেখা যায়নি বলেই মনে করা হচ্ছে। মুক্তি পাওয়া ভিডিওটি আসন্ন ছবি ‘হাড্ডি’র (Haddi)। রিপোর্ট অনুযায়ী, ছবিটির শুটিং করা হবে গাজিয়াবাদ এবং নয়ডার লোকাল এলাকায়।

   

  নাওয়াজউদ্দিনে’র আসন্ন ছবি হাড্ডি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। অভিনেতা এই চরিত্রের মাধ্যমে দর্শকদের নতুন চমচ দিতে চলেছে। স্ক্রিনে শিরোনাম প্রদর্শিত হওয়ার সাথে সাথে ভিডিওটি একটি গোডাউনের ফুটেজ দিয়ে শুরু হয়। ক্লিপটি এগিয়ে যাওয়ার সাথে সাথে মহিলা চরিত্রের মুখটি কেন্দ্রের মঞ্চ দখল করে।

  img 20220825 111924

  এক মুহুর্তের জন্য হলেও যে কেউ ভাববে চরিত্রে মহিলাটি সোফায় বসে থাকা কোনও অভিনেত্রী। কিন্তু কাছ থেকে ভালোকরে দেখার পর তবেই বোঝা যাবে, তিনি আর কেউ নন জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন। হাড্ডি ছবিটি একটি প্রতিশোধমূলক কাহিনী। ছবিটি প্রযোজনা করেছেন অনিন্দিতা স্টুডিও (রাধিকা নন্দা, সঞ্জয় সাহা) এবং পরিচালনা করেছেন অজয় ​​শর্মা।