Skip to content

আয়ের দিক থেকে অজয়ের ‘ভোলা’কে পেছনে ফেলেছে নানির ‘দসরা’

    img 20230402 123956

    নানি’র প্যান-ইন্ডিয়া ফিল্ম “দসরা” প্রেক্ষাগৃহে হিট করেছে। ননীর ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে এই ছবি। খবর অনুযায়ী, ‘দশরা’ সারা দেশে ১৭ কোটি টাকা আয় করেছে। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা’র মতে, ছবিটি আমেরিকান টিকিট উইন্ডো থেকে প্রথম দিনে ৬৩৭,৯৩৮ ডলার অর্থাৎ ৫.২৪ কোটি টাকা ছাড়িয়েছে।

    img 20230402 124110

    প্রথম দিনে ‘দসরা’-এর মোট কালেকশন হয়েছে ২২.২৪ কোটি টাকা। হিন্দিভাষী এলাকায়, ছবিটি অজয় ​​দেবগনের ‘ভোলা’র সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংগ্রহ দেখে জানা যায়, ‘ভোলা’কে পেছনে ফেলেছে ‘দসরা’। ‘ভোলা’ ছবির প্রথম দিনে সংগ্রহ করেছে ১১ কোটি ২০ লাখ টাকা।

    নানির আগের ছবি ‘আন্তে সুন্দরনিকি’ ৭.৩ কোটি টাকা দিয়ে ওপেন করেছে। ছবিটির লাইফটাইম কালেকশন ছিল ১৯.৯৭ কোটি টাকা। ছবিটি মূলত তেলেগু ভাষায় মুক্তি পায়। এছাড়া ছবিটি তামিল ও মালায়ালাম ভাষায় ডাবিং করা হয়।

    img 20230402 124402

    ‘দসরা’ প্রথম দিন থেকেই ‘অন্তে সুন্দরনিকি’ অতিক্রম করেছে। ‘জার্সি’ ছবিটি নানীর ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা ছবি। প্রথম দিনে জার্সি আয় করেছিল ৬.৯৫ কোটি টাকা। ছবিটির লাইফটাইম কালেকশন ছিল ৩৩.৬৫ কোটি টাকা।

    img 20230402 124536

    এটি পরবর্তীতে শাহিদ কাপুর অভিনীত হিন্দিতে রিমেক করা হয়। ঠিক আছে, এই সপ্তাহের শেষে, ‘দসরা’ সহজেই ‘জার্সি’কে পিছনে ফেলে দেবে বলে মনে হচ্ছে। ‘দসরা’ যে একাই প্রেক্ষাগৃহে চলছে তা নয়। নানী অভিনীত ছবির সঙ্গে STR-এর ‘পথু থালা’ও মুক্তি পেয়েছে।

    যা একটি অরিজিনাল তামিল ছবি। তবে এর ডাব করা সংস্করণগুলিও প্রেক্ষাগৃহে চলছে। ‘পাথু থালা’ হল কন্নড় ছবি ‘মুফতি’-এর তামিল রিমেক। ‘পথু থালা’ প্রথম দিনেই টিকিট উইন্ডো থেকে ১১ কোটি টাকা আয় করেছে। বলতে গেলে প্রবল প্রতিদ্বন্দ্বিতা পেলেও ‘দশরা’ বক্স অফিসে ভালো পারফর্ম করছে।

    img 20230402 124728

    কীর্তি সুরেশ, শাইন টম চাকো, সামুথিরাকানি এবং সাই কুমারের মতো অভিনেতারা ‘দসরা’-তে নানির সঙ্গে কাজ করেছেন। এই ছবিটি পরিচালনা করেছেন নবাগত শ্রীকান্ত ওদেলা। শ্রীকান্ত তার বাবার অনুপ্রেরণায় ‘দসরা’ গল্প লিখেছেন। যিনি ৪০ বছর ধরে কয়লা খনিতে ডাম্পার চালাতেন।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading