Skip to content

‘রহস্যময় বল’ পড়ছে গুজরাটের আকাশ থেকে, তদন্তে নেমে পড়েছেন বিজ্ঞানীরা

    গুজরাটের (gujarat) ভাদোদরার তিনটি গ্রামে কয়েকদিন ধরে একটি অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গিয়েছে। সেখানে আকাশ থেকে গোলা পড়তে দেখা গিয়েছে। মহাকাশ থেকে নেমে আসা এই রহস্যময় শেল নিয়ে চিন্তা দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে।

    রিপোর্ট বলছে, প্রথমে এই রহস্যময় শেলটি ১২ ই মে গুজরাটের (gujarat) আনন্দ জেলার ভালেজ, খাম্ভোলজ এবং রামপুরা গ্রামে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে ১৪ ই মে ভাদোদরা জেলার সাভলি গ্রামে এই গোলা পাওয়া যায়। বর্তমান সময়ে এই গোলা ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

    স্থানীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) বিশেষজ্ঞরা এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় জানিয়েছেন, এটি মানুষ এবং প্রাণীদের প্রভাবিত করার জন্য করা হতে পারে। গান্ধীনগরের ফরেনসিক সায়েন্স ডিরেক্টরেট এসপি অজিতের কাছে এই গোলা পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য।

    বর্তমান সময়ে এই গোলার ছবি স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যা মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এই জিনিসটি কি এবং কোথা থেকে এসেছে- এই নিয়ে মানুষের মধ্যে নানারকম প্রশ্নের জন্ম নিয়েছে।

    তবে এই বিষয়ে হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডওয়েল জানিয়েছেন, এটি চীনের লঞ্চ ভেহিক্যাল চ্যাং জেং 3বি সিরিয়াল Y86 এর ধ্বংসাবশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে এখনও সঠিক করে কিছু বলা সম্ভব হয়নি। পরীক্ষার পর সঠিক করে বলা সম্ভব হবে।

    জানিয়ে রাখি, বেশ কিছু দিন আগে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের আকাশে ধূমকেতুর আদলে বহুদূর বিস্তৃত আলোর বিচ্ছুরণ দেখা গিয়েছিল। যেটি কিনা দুরন্ত গতিতে আকাশের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত ছুটে যেতে দেখা গিয়েছিল।

    এই বিষয়ে কেউ কেউ বলেছিলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মহাকাশে ‘চাঙ ঝেং ৫বি’ রকেট পাঠিয়েছিল চীন। আর এটি সেই চীনা রকেটেরই অংশ। যা খুব একটা মারাত্মক নয় বলেই জানা গিয়েছিল। গুজরাটের (gujarat) এই ঘটনার পেছনে চীনা হাত আছে বলেও ধারণা অনেকের।