Skip to content

একাধিক বিগ বাজেটের ছবি হয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই সিনেমাগুলি, রয়েছে রণবীর থেকে সলমন

    একটি সিনেমা তৈরি করার পেছনে অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে থাকে। সিনেমার অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে, ছবির পরিচালক, প্রযোজক, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, সঙ্গীত পরিচালক, কোরিওগ্রাফার সকলেরই অগাধ পরিশ্রম থাকে।

    আর তারপর সেই ছবি যদি দর্শকদের মন জিতে নিতে পারে, তাহলে কিছু বলার অপেক্ষা থাকে না। সফল সিনেমার জন্য সকলেই গর্বিত হন। কিন্তু সেই ছবি যদি কোন কারণে ফ্লপ হয়ে যায়, তাহলে সমস্ত কলাকুশলীরই মন খারাপ হয়ে যায়।

    এমনও অনেক সময় দেখা গিয়েছে নতুন অভিনেতা থেকে শুরু করে চলচ্চিত্র জগতের নামী বিখ্যাত অভিনেতা, যে কারোরই ছবি হিট বা ফ্লপ হতে পারে। কোন ছবি দর্শকদের কতোটা মনে ধরবে, তা আগে থেকে বোঝা বড় দায়।

    তবে কোন ছবি যদি দর্শকদের মনে না ধরে, আর তা যদি দর্শকদের অভাবে হল থেকে বাতিল করা হয় কিংবা নামিয়ে দেওয়া হয়, তাহলে সেই ছবির সমস্ত কলাকুশলীর মন ভারাক্রান্ত হয়ে যায়। আর এই পরিস্থিতির সম্মুখীন যে কোন সময়ে যে কোন তারকাই হতে পারে।

    বিটাউনে এমন অনেক বিগ বাজেটের সিনেমা রয়েছে, যা দর্শকের অভাবে প্রেক্ষাগৃহ থেকে বাতিল করা হয়েছে।

    ৮৩ (83): ভারতের ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে পরিচালক কবীর খান পরিচালিত ছবি ৮৩ মুক্তি পেয়েছিল গতবছর ক্রিসমাসে। এই ছবিতে মুখ্যচরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডের সুপারস্টার রণবীর সিংকে। কিন্তু এই ছবির ট্রেলার দেখে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হলেও, ছবি মুক্তির পর ছবিটা পুরো বদলে যায়। তাই দর্শক সংখ্যা কম থাকায় অনেক হল থেকে এই ছবি সরিয়ে নিয়ে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ এবং ‘পুষ্প: দ্য রাইজ’ চালিয়েছিলেন দর্শকরা।

    ধাকড় (Dhakad): কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ‘ধাকড়’ সদ্য মুক্তি পেলেও, এই ছবি দর্শকদের মনে ধরেনি। এমনকি প্রথম দিনেও সেভাবে দর্শকদের দেখা মেলেনি। আর ঠিক সেই কারণেই মুক্তির মাত্র ৩ দিনের মধ্যেই এই ছবি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে ‘ভুলভুলাইয়া টু’ চালাতে দেখা গিয়েছে হোলের মালিকদের।

    টিউবলাইট (Tubelight): বলিউডের ভাইজান সলমন খান অভিনীত ছবি ‘টিউবলাইট’ও সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। সেই কারণে সেই সময় কিছু হল প্রদর্শনী বন্ধ করে দিয়েছিল, আবার কিছু হলে টিকিটের দাম কমিয়ে দেওয়া হয়েছিল।

    জয়েশভাই জোয়ার্দার (Jayeshbhai Jordaar): কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ছবি ‘জয়েশভাই জোয়ার্দার’। এই ছবি মুক্তির পর তা ভালোভাবে দর্শকদের মনে না ধরায় দর্শক শূণ্যতার কারণে প্রায় ৩০ শতাংশ প্রদর্শনী বাতিল করা হয়েছে এই সিনেমার।