Skip to content

কোন রাজপ্রাসাদ থেকে কম কিছু নয় মুকেশ আম্বানির বাড়ি! সৌন্দর্য্য দেখে চোখ ধাধিয়ে যাবে

    img 20230211 173634

    বিশ্বের ধনকুবেরের তালিকায় বর্তমান সময়ে নবম স্থান দখল করে নিয়েছেন ভারতের অন্যতম বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি (mukesh ambani)। রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিকে প্রায় সময়ই সংবাদ শিরোনামে থাকতে দেখা যায়। শুধুমাত্র মুকেশ আম্বানিই নয়, তাঁর পরিবারের সকল সদস্যকেই সংবাদ শিরোনামে থাকতে দেখা যায়।

    জানিয়ে রাখি, বিশ্বের দ্বিতীয় দামি বাড়ি অ্যান্টিলিয়াতে (antilia) নিজের পরিবারে সঙ্গে থাকেন মুকেশ আম্বানি। তাঁর বাড়ির ভেতরের সৌন্দর্য্য দেখলে যে কারো চোখ আটকে যাবে। দক্ষিণ মুম্বাইয়ের আলটামাউন্ট রোডে অবস্থিত অ্যান্টিলিয়া, ভারতের অন্যতম আলোচিত আবাসস্থল। বাকিংহাম প্যালেসের পরেই বিশ্বের সবথেকে মূল্যবান বাড়ির তালিকায় জায়গা করে নিয়েছে আম্বানিদের এই অ্যান্টিলিয়া।

    img 20230211 173452

    ১৯৮৫ সালে মাত্র ২০ বছর বয়সে নীতা আম্বানিকে বিয়ে করেছিলেন মুকেশ আম্বানি। মুকেশ এবং নীতা আম্বানির আকাশ, ইশা এবং অনন্ত আম্বানি নামে তিন সন্তান রয়েছে। শুধু তাই নয়, বর্তমান সময়ে এই তিন সন্তানেরই বিয়ে হয়ে গিয়েছে এবং সদ্য এক সন্তানের মা হয়েছেন মেয়ে ইশা আম্বানি।

    img 20230211 173659

    জানা গিয়েছে, আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়ার নামকরণ হয়েছে প্রাচীন দ্বীপ অ্যান্টিলিয়ার নামে। এই ২৭ তলা বাড়িতে বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল সুবিধা রয়েছে, যা আম্বানির বাড়িকে আরও বিশেষ করে তুলেছে। রিখটার স্কেলে মাত্রা আট অবধি ভূমিকম্প সহ্য করতে পারবে এই বাড়ি। এই বাড়িতে তিনটি হেলিপ্যাড, একটি স্পা, ১৬৮ টি গাড়ি রাখার মত বিশাল গ্যারেজ, একটি বলরুম, টেরেস বাগান এমনকি ৮০ জন অতিথি বসতে পারবে এমন একটি থিয়েটারও রয়েছে।

    আম্বানির বাড়ির ভেতরের দৃশ্য দেখলে যে কারো চক্ষুচড়কগাছ হয়ে যাবে। বাড়ির ভেতরের কাঠের মেঝে, জটিলভাবে বোনা পাটি এবং উষ্ণ আলো, জায়গায় কাঁচের প্যানেলিং সহ একটি সর্পিল সিঁড়ি, পোড়ামাটির টোনে প্লাশ সোফা, মুডি পেইন্টিং সহ একাধিক বিভিন্ন ধরনের জিনিস এই বাড়ির সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

    img 20230211 173758

    এই বাড়িতে শ্লোকা আম্বানির একটি ছবি বাড়ির অভ্যন্তরের সৌন্দর্য প্রকাশ করে। রাজকীয় কার্পেট, চমত্কারভাবে খোদাই করা রূপালী পাত্র এবং তাজা গোলাপ দিয়ে তৈরি একটি ছবি ঘর ঘরের শোভা বাড়িয়ে দেয়। এর থেকেই বোঝা যাচ্ছে কোন রাজবাড়ির থেকে কম কিছু নয় মুকেশ আম্বানির এই বাড়ি। এই বাড়িতেই পরিবারের সকলের সঙ্গে আনন্দ করে থাকেন মুকেশ আম্বানি।