Skip to content

সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিচ্ছেন মুকেশ আম্বানি, ঠিক এই কারণেই নিচ্ছেন এমন সিদ্ধান্ত

    img 20220708 121054

    বর্তমান সময়ে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির নাম বললে এককথায় বলা যেতে পারে মুকেশ আম্বানির (Mukesh Ambani) কথা। ভারতে তাঁর মত ধনী ব্যবসায়ী আর দুটো নেই। ধন সম্পত্তির দিক থেকে তাঁকে কুবেরের সঙ্গেও তুলনা করা হয়। একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন মুকেশ আম্বানি।

    বিগত ২০ বছর ধরে রিলায়েন্স কোম্পানির নেতৃত্ব দিয়ে চলেছেন মুকেশ আম্বানি। ৬৫ বছর বয়স পার করে এবার তিনি অবসর নেওয়ার দিকে এগোচ্ছে। আর এই সময় তিনি নিজের বাবা ধীরুভাই আম্বানির মত কোন ভুল করতে চান না। সেই কারণে নিজের সমস্ত সম্পত্তি তাঁর সন্তানদের মদহ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    জানিয়ে রেখি, একটা সময় বাবা ধীরুভাই আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Limited) একসঙ্গে দেখভাল করতেন দুই ভাই  অনিল আম্বানি (Anil Ambani) এবং মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কিন্তু ২০০২ সালে ধীরুভাই আম্বানি মারা যাওয়ার পর তাঁর দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বচসা দেখা দেয়।

    img 20220708 120902

    যার পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে ধীরুভাইয়ের সম্পত্তি ভাগ হয়ে দুই ভাই ভাগ হয়ে পেট্রোকেমিক্যাল (Petrochemical), টেক্সটাইল (Textile), রিফাইনারি তেল (Refinery Oil) এবং গ্যাসের (Gas) ব্যবসার দায়িত্ব পান মুকেশ আম্বানি। অন্যদিকে টেলিকম (Telecom), জ্বালানি, পরিকাঠামো (Fuel Infrastructure) এবং অর্থের ব্যবসা দেখাশোনার ভার পড়ে অনীল আম্বানির উপর। পরবর্তীতে দেখা যায়, মুকেশ আম্বানি নিজের ভাগের সম্পত্তি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার ফলে আজকের দিনে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পেয়েছেন। আর অন্যদিকে সম্পত্তি সঠিকাভবে না রাখতে পেরে সবকিছু হারিয়ে আজকের দিনে ঋণে জর্জড়িত অনীল আম্বানি।

    মৃত্যুর আগে কোন উইল করে রেখে যাননি ধীরুভাই আম্বানি। সেই কারণে তাঁর ছেলেদের মধ্যে এমন সমস্যা হওয়ায়, দ্বিতীয়বার আর এই ভুলের পুনরাবৃত্তি করতে চান না মুকেশ আম্বানি। অবসর নেওয়া আগেই তিনি তাঁর সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে চান। জানা গিয়েছে, পিতার জন্মবার্ষিকীতেই নিজের সমস্ত সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন মুকেশ আম্বানি।

    img 20220708 120918

    সূত্রের খবর, জিও টেলিকমের (Jio Telecom) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে বড় ছেলে আকাশ আম্বানির (Akash Ambani) হাতে এই দায়িত্ব তুলে দেবেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বর্তমান সময়ে আকাশ আম্বানি রিলায়েন্স জিওতে ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তেল ও রাসায়নিক ব্যবসার দায়িত্ব তুলে দেবেন ছোট ছেলে অনন্ত আম্বানির (Ananta Ambani) হাতে। অন্যদিকে  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিটেল ইউনিটের চেয়ারপার্সন (Chairperson) করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়ে ঈশা আম্বানিকে (Isha Ambani)। এমনটাই জানা গিয়েছে।