বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি “মুকেশ আম্বানি” (Mukesh Ambani) সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না। তার এবং তার গোটা পরিবারের বিলাসবহুল জীবন যাপন কারো অজনা নয়। ভারত তথা এশিয়ার বিখ্যাত ব্যাবসায়ী সমগ্র ভারত জুড়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে চলেছেন। ব্যাবসার পাশাপাশি মুকেশ আম্বানি তার সম্পত্তির দিক থেকেও শীর্ষ তালিকায় রয়েছেন।
ভারতের পাশাপাশি বিদেশও তার অনেক সম্পত্তি রয়েছে। এবার আরও একটি নতুন সম্পত্তির মালিক হলেন মুকেশ আম্বানি। প্রাপ্ত খবর অনুযায়ী, মুকেশ বিদেশে এক বিলাসবহুল ভাসমান বাড়ি (Expensive Floating House) কিনে চমকে দিয়েছেন বিশ্ববাসিকে। যদিও আগে ভারতের মুম্বাইতে তার বিলাসবহুল প্রসাদ অ্যান্টিলা’কে বিশ্বের অন্যতম দামি বাড়ি বলে গণ্য করা হয়।
মুকেশ আম্বানির অ্যান্টিলা ২৭ তলা বিশিষ্ট, এবং এখানে রয়েছে সমস্ত রকম অত্যাধুনিক বিলাসবহুল সুযোগ সুবিধা। গাড়ি পার্কিং করার জায়গা থেকে শুরু করে ব্যাক্তিগত জিম, সুইমিং পুল থেকে থিয়েটার হল, হাসপাতাল থেকে পার্লার সবই রয়েছে এই ছাদের তলায়। এছাড়াও দৈনন্দিন জীবনের যাবতীয় চাহিদা মেটানোর সব দামি জিনিসে সজ্জিত গোটা অ্যান্টিলা।
সম্প্রতি আম্বানির নামে যোগ হলো আরো এক নতুন সম্পত্তি। তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জলে ভাসমান এই নতুন বাড়ি কিনে। প্রাসাদটি প্রায় ৫৮ মিটার লম্বা এবং ৩৬,৬০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। একটি ফরাসী কোম্পানির নির্মিত এই ভাসমান বাড়িতে ১২ জন যাত্রী সহ ২০ জন ক্রু মেম্বার একসঙ্গে রিলাক্স করতে পারবেন।
খবর অনুযায়ী, প্রাসাদটির চারিপাশে রয়েছে সোলার প্যানেল, যা ৪৫০ কিলো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। বিলাসবহুল এই বাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাড, জিম ও পার্লার সহ সব অত্যাধুনিক ব্যবস্থা। বাড়িটি যে সুন্দর ভাবে সাজানো হয়েছে তা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে যেকারো।