Skip to content

অনেক বদলে গিয়েছে সেই ছোট্ট অংশু, রইল জিৎ- কোয়লের অনস্ক্রিন ছেলের বর্তমান ছবি

    img 20220625 153125

    ‘ও ডেডি ইউ আর আমি লাভ’- মনে পড়ে ‘বন্ধন’ সিনেমার সেই ছোট্ট মাস্টার অংশুর (anshu) কথা, যে চলচ্চিত্র জিৎ কোয়েলের পাশাপাশি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। আজকের দিনে সেই ছোট্ট ছেলেটিই হয়ে গিয়েছে অনেক বড়, রীতিমত হ্যান্ডসাম হাঙ্ক। যার বয়স এখন প্রায় ২৭ বছর।

    ‘বন্ধন’ ছবিতে অভিনয়ের সময় অংশুর বয়স ছিল মাত্র ৯ বছর। আর সেই ছোট বয়সেই অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে টলিউডে নিজের একটা শক্তিশালী জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। শুধুমাত্র বন্ধনই নয়, একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অংশুকে।

    anshu

    শিশু শিল্পী হিসাবে ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে ক্যামেরার সামনে অভিষেক হয় অংশুর। সেখানে অভিনেতা জিৎ-র ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর একে একে বন্ধন, অগ্নি, সাথিহারা, রাজু আঙ্কেল, এমএলএ ফাটাকেষ্ট ছবিতেও দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে জায়াগ করে নিয়েছিলেন অংশু (anshu)। কিন্তু তারপর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

    জানা যায়, ২০১৭ সালে ‘টেককেয়ার’ নামে একটি শর্টফিল্মে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন অংশু। তারপর ‘মনসুন মেলোডিজ’ নামের একটি ওয়েব সিরিজ, এমনকি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’এ নেগেটিভ চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে শিশু শিল্পী হিসাবে যতোটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন অংশু, বর্তমানে সেই জায়গা ধরে রাখতে না পারায় লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

    anshu

    এক সাক্ষাৎকারে অংশু (anshu) জানান, ‘নিজের সঙ্গে, ছেলেবেলার ইমেজের সঙ্গে লড়াই করতে হচ্ছে আমাকে। সবটা আমার হাতে না থাকলেও, পরিশ্রম, নিজেকে প্রমাণ করার ক্ষমতাটা রয়েছে আমার হাতে। তবে আমার কাজ মানুষের কাছে ঠিক ভাবে পৌঁছাচ্ছে কিনা, সেটা আমি কন্ট্রোল করতে পারি না। তবে নিজের উপর বিশ্বাস রেখে এগোচ্ছি। তবে এই লড়াইয়ের মাঝে এমনও অনেক সময় গিয়েছে যখন আমি কাঁদতাম। আর সেই সময় আমার পাশেপাশের মানুষজনের সাপোর্ট পেয়েছি আমি’।