ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অসাধারণ অভিনয় দক্ষতার কারণে দর্শকদের মনে নিজের একটা শক্তিশালী জায়গা তৈরি করে নিয়েছেন বলি অভিনেত্রী রীমা লাগু (reema lagoo)। এই পৃথিবীর মায়া ত্যাগ করলেও, নিজের অভিনয় দক্ষতার কারণে আজও দর্শকমহলে সমানভাবে জনপ্রিয় রয়েছেন এই অভিনেত্রী।
নতুন থেকে প্রবীন অনেক অভিনেতাদের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল রীমা লাগুকে (reema lagoo)। তবে সর্বদাই নিজের সবটুকু উজার করে দিতেন এই অভিনেত্রী। শুধুমাত্র রীমা লাগুই নয়, তাঁর মেয়ে মৃন্ময়ী লাগুও (Mrunmayee Lagoo)স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকার কারণে, লক্ষ লক্ষ ফ্যানদের মনে নিজের একটা জায়গা করে নিয়েছেন।
‘পিকে’ (2014), ‘দঙ্গল’ (2016), ‘3 ইডিয়টস’ এবং ‘থাপ্পাড’-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে মৃন্ময়ী লাগুকে। তবে বর্তমান সময়ে নিজের নতুন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকার মাঝেই নেটদুনিয়ায় এক ছবি শেয়ার করেন তিনি। যা বেশ ভালোই মনে ধরেছে নেটিজনদের। আর সেই কারণে বেশ প্রশংসিতও হচ্ছেন এই অভিনেত্রী। অনেকেই বলছেন তিনি তাঁর মা রীমা লাগুর (reema lagoo) মতই দেখতে।
মৃন্ময়ী লাগুর (Mrunmayee Lagoo) ইনস্টাগ্রামে বেশকিছু ছবি দেখতে পাওয়া যায়। তাঁর মধ্যে তাঁর মায়ের সঙ্গে একটি ছবিও রয়েছে। যা মা মেয়ের মধ্যেকার ভালোবাসার সম্পর্কের প্রকাশ ঘটায়।
জানিয়ে রাখি, ২০১০ সালে ড্রামা ফিল্ম ‘হ্যালো জিন্দেগি’র মাধ্যমে বলিউডে পা রাখেন মৃন্ময়ী লাগু। বলিউডে কাজ করার পাশাপাশি আবার মারাঠি ছবিতেও কাজ করতে দেখা গিয়েছে মৃন্ময়ীকে। ‘বায়ো’, ‘সচ্য আট ঘরত’, ‘মুক্কাম পোস্ট লন্ডন’ এবং ‘দোঘাট তিসরা আতা সাগালা বিসরা’ ছবিতে কাজ করেছেন তিনি।
এসবের পাশাপাশি মৃন্ময়ী লাগু একজন সহকারী পরিচালক এবং স্ক্রিপ্ট সুপারভাইজারও। বলি অভিনেতা আমির খান অভিনীত ‘সত্যমেব জয়তে’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি ‘গুলাব গ্যাং’, ‘পিকে’, ‘জেট ট্র্যাশ’ এবং ‘দঙ্গল’- ছবিতে স্ক্রিপ্ট সুপারভাইজার করেছেন মৃন্ময়ী লাগু (Mrunmayee Lagoo)। আবার ২০০৯ সালে ‘3 ইডিয়টস’-এ তৃতীয় সহকারী পরিচালক, ২০১১ সালে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ২০১২ সালে ‘তালাশ’ এর দ্বিতীয় সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছিলেন তিনি।