Skip to content

আরও সুন্দর এবং গ্ল্যামারস হয়ে উঠেছেন ‘মিস্টার ইন্ডিয়া’র টিনা, রইল তাঁর একগুচ্ছ ছবি

  img 20221031 133136

  অনিল কাপুর এবং শ্রীদেবী অভিনীত ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ (Mr. India) চলচ্চিত্রটি সেইসময় সুপার হিট হয়েছিল। কমেডি, অ্যাকশন ও রোমান্সে ভরপুর এই ছবি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই ছবিতে আবার শিশুদের একটি দল দেখানো হয়েছিল, যারা দর্শকদের প্রশংসাও কুড়িয়ে নিয়েছিল। আর সেই দলের মধ্যেই একজন ছিলেন টিনা, যে কিনা চলচ্চিত্রে বোমা বিস্ফোরণে মারা গিয়েছিল।

  মনে পড়ে সেই টিনার কথা। আজকের দিনে সেই ছোট্ট টিনা অনেক বড় হয়ে গিয়েছে। যে কিনা বড় বড় নায়িকাদের টেক্কা দিতে পারে। সেই ছোট্ট টিনার (Huzaan Khodaiji) আসল নাম হুজান খোদাইজি। ‘মিস্টার ইন্ডিয়া’ (Mr. India) চলচ্চিত্রের পর তাঁকে আর বিনোদন দুনিয়ায় সেভাবে দেখা না গেলেও, বিপণন ক্ষেত্রে নাম কামিয়েছেন হুজান খোদাইজি।

  img 20221031 133055

  তবে স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এই হুজান খোদাইজি (Huzaan Khodaiji)। আর সেখানেই তাঁর শেয়ার করা বেশকিছু ছবি দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে নেটিজনদের। সেদিনের সেই ছোট্ট টিনাকে একাবারেই চেনার উপায় নেই আর। তাঁর রূপ, সৌন্দর্য্য বলে বলে টেক্কা দেবে আজকদের দিনের প্রথম সারিতে থাকা নায়িকাদের।

  img 20221031 133036

  সম্প্রতি হুজান খোদাইজি (Huzaan Khodaiji) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিজেরই একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ছবিতে হুজান খোদাইজিকে একটি নীল রঙের পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। সেইসঙ্গে তাঁর গালে পরা টোল, তাঁর চতুরতার প্রমাণ দিচ্ছে। শেয়ার করার সঙ্গে সঙ্গেই এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।