Skip to content

একসঙ্গে মা হতে চলেছেন মোদক পরিবারের শাশুড়ি-বৌমা! ভাইরাল ছবি নিয়ে ট্রোল শুরু স্যোশাল মিডিয়ায়

  img 20220713 180457

  বর্তমান সময়ে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (mithai)-র রেটিং বেশ অনেকটাই পড়ে গিয়েছে। একটা সময় যে ধারাবাহিক (serial) প্রতি সপ্তাহেই প্রথম স্থান অধিকার করে থাকত, সম্প্রতি সময়ে সেই ধারাবাহিকের স্থান নেমে এসেছে পঞ্চমে। এমনকি যে সিরিয়াল নিয়ে সেভাবে কোন ট্রোল (troll) হতে দেখা যায়নি স্যোশাল মিডিয়ায়, এখন তাইও হচ্ছে।

  টিআরপির (trp) তালিকায় ‘মিঠাই’র অবস্থান অনেকটাই নেমে যাওয়ায় বেশ কিছুটা মন খারাপ সকলেরই। অনুরাগীদের মতে ঠিক সময়ে প্রোমো আসছে না। যার ফলে দর্শকদের দেখার আগ্রহটা অনেকটাই কমে যাচ্ছে। আবার অনেকের মতে, অফস্ক্রিনে সৌমিতৃষা আর সিদ্ধার্থের ঝগড়া হওয়ার ফলে এই সমস্যা হচ্ছে। আবার কারো মতে ধারাবাহিকে মিঠাই-সিডকে ছেড়ে অন্য চরিত্রদের নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করা হচ্ছে। যার ফলে তড়তড়িয়ে নামছে ধারাবাহিকের টিআরপি।

  img 20220713 180536

  যেমন ধরুন, ধারাবাহিকে (serial) এখন মিঠাই সিদ্ধার্থকে ছেড়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবারের অন্যান্য সদ্যসদের সম্পর্কের উপর। সম্প্রতি দেখানো হয়েছে দাদাইয়ের ফুলশয্যা। তো আবার মিঠাইয়ের শাশুড়ির অভাব দূর করতে অনস্ক্রিনের বর এবং নোনদকে রাজী করিয়ে অনুরাধা ম্যামের সঙ্গে বিয়ে দেওয়া হয় সিডের বাবা সমরেশের। বাবার বয়স্ক জীবনের একাকীত্ব ঘোচাতে এবং ছেলে মেয়েদের মায়ের জায়গা পূরণ করতে ঘরোয়া ভাবেই পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  নতুন গল্প দেখানো হলেও, কিছুতেই যেন মন ভরছে না দর্শকদের। টিআরপির (trp) তালিকায় নামতে থাকার মাঝেই এই ধারাবাহিক নিয়ে শুরু হল ট্রোলের (troll) বন্যা। স্যোশাল মিডিয়ায় বিভিন সময়ে নানা ধারাবাহিক নিয়ে ট্রোল হতে দেখা যায়। কিন্তু প্রথম থেকেই ‘মিঠাই’ (mithai) ধারাবাহিক নিয়ে সেভাবে ট্রোল হতে দেখা যায়নি। কিন্তু এবার এই ধারাবাহিক নিয়েই চরম পর্যায়ে ট্রোল হতে দেখা গেল নেটদুনিয়ায়।

  img 20220713 180101

  স্যোশাল মিডিয়ায় এই ধারাবাহিকের চরিত্রদের নিয়ে হিন্দি কমেডি চলচ্চিত্র ‘গুড নিউজ’-র পোস্টার তৈরি করে ট্রোল করা হল। যেখানে করিনা কাপুরের মুখের জায়গায় বসানো হল অনুরাধা ম্যামের মুখ এবং কিয়ারা আদবানির জায়গায় বসানো হয়েছে মিঠাই-র মুখ। অন্যদিকে অক্ষয় কুমার এর জায়গায় সমরেশের মুখ এবং দিলজিতের বদলে সিদ্ধার্থের মুখ বসানো হয়েছে এডিট করে। যার অর্থ বোঝাচ্ছে, শ্বশুরের বিয়ের পর শাশুড়ি এবং বৌমা একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছে। ‘মিঠাই’ (mithai) ধারাবাহিকের এই বিকৃত পোস্টার নিয়েই এখন ট্রোল শুরু হয়েছে নেটিজনদের মধ্যে।