Skip to content

১০ কোটিরও বেশি মানুষ ফলো করেন ঐশ্বর্য রাইকে, শুধুমাত্র একজনকে ফলো ব্যাক করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী

  বলি হিরোইনদের রূপের ছটায় ঘায়েল গোটা দুনিয়া। তাঁদের রূপের মাধুর্য্যে মোহিত তাঁদের অগণিত ভক্তকূল। সিনেমার দৃশ্য হোক কিংবা সাধারণ ফটোশ্যুট, স্যোশাল মিডিয়ায় তাঁদের একটা ছবি শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়।

  বলিউডের এই সুন্দরী অভিনেত্রীদের মধ্যে প্রথমেই যার নাম মাথায় আসে, তিনি হলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (aishwarya rai)। আট থেকে আশি, তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করে থাকেন সকলেই। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে তাঁর গ্ল্যামারাস লুক ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়, যা দেখে মুগ্ধ হয়েছে তাঁর ফ্যানরা।

  এই অনুষ্ঠানে কালো রঙের পোশাক পরিহিত অবস্থায় অনবধ্য সুন্দর লাগছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। আর এই ছবি শেয়ার হতেই প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

  প্রায় ৩০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। এতদিনের কেরিয়ারে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। ‘দেবদাস’ থেকে শুরু করে ‘অ্যায় দিল হ্যায় মুসকিল’- সবধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করতে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনকে (aishwarya rai)।

  আর এতবছরের অভিনয় জীবনের মধ্যে তাঁর ফ্যান ফলোয়িংও অনেক। সেই কারণে স্যোশাল মিডিয়ায় তাঁর কোন ছবি শেয়ার করতেই, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। যদিও স্যোশাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভও থাকতে দেখা যায় না অভিনেত্রীকে। নিজের জীবনের বিশেষ কিছু শেয়ারও করেন না তিনি।

  আপনি কি জানেন, ইনস্টাগ্রামে দশ কোটিরও বেশি মানুষ ঐশ্বর্য রাই বচ্চনকে (aishwarya rai) ফলো করেন। এত মানুষ তাঁকে ফলো করলেও, তিনি কিন্তু শুধু একজনকেই ফলো ব্যাক করেন। ১০ কোটিরও বেশি মানুষের মধ্যে কে সেই ভাগ্যবান ব্যক্তি? তিনি আর কেউ নন, ঐশ্বর্য রাই বচ্চনের স্বামী তথা বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এত মানুষের মধ্যে শুধুমাত্র স্বামীকেই ফলো করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। এই জুটিকেও দর্শকরা খুবই পছন্দ করে থাকেন।