Skip to content

সিংহের সওয়ারি নিচ্ছে বানর! ভাইরাল ভিডিও দেখে হতভম্ব নেটদুনিয়ার বাসিন্দারা

  img 20221209 151741

  বর্তমানে সামাজিক মাধ্যমের (Social Media) দৌলতে প্রতিনিয়ত কোন না কোন নতুন ফটো বা ভিডিও (Video) ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। আবারো এক অবাক করা ভিডিও প্রকাশ্যে এসেছে। আমরা সবাই জানি যে জঙ্গলের রাজা ‘সিংহ’। সে খুব শক্তিশালী এবং হিংস্র প্রাণী। কোন প্রাণী তাকে নিয়ে বিশৃঙ্খলা করতে চায় না। কিন্তু এই বনের রাজা সিংহের সঙ্গে তালগোল পাকিয়েছে একটি “বানর”।

  img 20221209 151629

  সম্প্রতি, বানরের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরালও হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বানরকে সিংহের পিঠে চড়তে। তবে এই ভিডিওটি কতটা সত্য তা আমরা নিশ্চিত করতে পারিনি। দেখতে পাওয়া ভিডিওটি এডিটও করা হতে পারে। কিন্তু মানুষ এই ভিডিও দেখে খুব মজা নিচ্ছে, এবং একই সঙ্গে নেটিজেনরা বেশ হতবাকও হচ্ছে।

  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কীভাবে একটি বানর সিংহের পিঠে পা ঝুলিয়ে আরামে চড়ে বেড়াচ্ছে। এই বানরকে দেখে মনে হচ্ছে সে খুবই সাহসী। সাধারণত এমন হয় যে মানুষ সিংহ দেখে অন্য প্রাণীরা পথ ছেড়ে দেয় বা পালিয়ে যায়। যে কোনো প্রাণী সিংহের সামনে আসতে ভয় পায়, কিন্তু বানরকে অসতর্কভাবে সিংহের পিঠে বসে থাকতে দেখা যাচ্ছে।

  সাহসী বানরের এই ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন মোটিভেশনাল গুরু বিবেক বিন্দ্রা। এই ভিডিওটি ৪০ হাজারের বেশি ভিউ পাচ্ছে। একই সঙ্গে এই ভিডিও নিয়ে অনেকেই মন্তব্য করতে দেখা যাচ্ছে। মন্তব্য করতে গিয়ে এক ব্যবহারকারী লিখেছেন- ভাই মৃত্যু ভয় নেই। একই সঙ্গে অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করতে গিয়ে লিখেছেন- এই বানর খুবই সাহসী হৃদয়ের, তার ভয় লাগে না।