Skip to content

অবসর নেওয়ার পরই সকলের উদ্দেশ্যে করলেন ধন্যবাদ টুইট, বাদ দাদার নাম! তাহলে কী অভিমান করেই এ কাজ করলেন মিথালি রাজ

    এই মুহূর্তের বি সি সি আই (BCCI) ক্রিকেট বোর্ডের সবথেকে বড় খবর জানা যাচ্ছে, গত বুধবার মহিলা জনপ্রিয় ক্রিকেটার ‘মিথালি রাজ’ (Mithali Raj) ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। খবর অনুযায়ী, মিথালি অবসর নেওয়ার পরে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ (Jay Shah)-কে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) নাম একবারও উল্লেখ করেননি তিনি।

    এই বিষয় কে ঘিরে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে গবেষক মহলে। মিথালি রাজ তার অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ট্যুইট করে জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি ক্রিকেট থেকে অবসর নিলাম। যখনই আমি মাঠে নেমেছি, ভারত (India)-কে জেতানোর জন্য আমার সেরাটা দিয়েছি। আমি মনে করি এখন আমার কেরিয়ারে ইতি টানার উপযুক্ত সময়।

    তিনি আরও জানান, প্রথমে আমি একজন খেলোয়াড় হিসেবে এবং তারপর ‘ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিমে’র অধিনায়ক হিসেবে ছিলাম। এত বছর ধরে দলকে নেতৃত্ব দেওয়াটা আলাদা সম্মান ও গর্ভের বিষয়। এটি অবশ্যই একজন মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে এবং আশা করি ইন্ডিয়ান ওমেনস ক্রিকেটকে নতুন রূপ দিতে সাহায্য করেছে।

    আমি বিসিসিআই ও জয় শাহ স্যারকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁদের অনেক সমর্থন পেয়েছি”। একটা সময়ে সৌরভ গাঙ্গুলী সাথে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড় বিরাট কোহিলি ও অন্যান্য ক্রিকেটারের মতবিরোধের কথা শোনা গিয়েছিলো। হয়তো এমনই কোন ঘটনার পুনরাবৃত্তি ঘটে ছিল মিতালি রাজ এর সাথে। যার কারণ স্বরূপ সৌরভ গাঙ্গুলীর নাম উল্লেখ করেন নি মিথালি, এমনটাই মনে করা হচ্ছে।