Skip to content

ট্যাঙ্ক টপে উষ্ণতার পারদ চড়ালেন ‘মিঠাই’, স্যোশাল মিডিয়ায় ভাইরাল সৌমিতৃষার হট ছবি

  img 20230405 192658

  এই মুহূর্তে জি বাংলার অন্যান্য ধারাবাহিকগুলোর মধ্যে কিছুটা পুরোন ধারাবাহিক হল ‘মিঠাই’। শুরুর দিন থেকে এই ধারাবাহিকের জনপ্রিয়তা প্রায় সমানই রয়েছে। মাঝে কিছুদিন টিআরপি তালিকা থেকে সরে গেলেও, আবারও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

  img 20230405 192749

  সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন শোনা গেলেও, ইতিমধ্যেই দুবছর পার করল এই ধারাবাহিক। এর মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে, বদলেছে ধারাবাহিকের গল্প, পালটে গিয়েছে টাইম শ্লটও। সেইসঙ্গে ধারাবাহিকে দেখা গিয়েছে অনেক নতুন নতুন চরিত্রদের। যাদের আগমনে আরও জনপ্রিয়তা বেড়েছে এই ধারাবাহিকের।

  img 20230405 192727

  এসবের মধ্যে হঠাৎই কফি ডেটে যেতে দেখা গেল ধারাবাহিকের প্রধান চরিত্র মিঠাই অর্থাৎ সৌমিতৃষাকে। ধারাবাহিকের থেকে একেবারে বিপরীত মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। অনস্ক্রিনে তাঁকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেলেও, এইকফি শপে ক্রিম রঙা ট্যাঙ্ক টপে দেখা গিয়েছে সৌমিতৃষাকে।

  img 20230405 201122

  নিজের এই ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করতেই মুহুর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে আসতে শুরু করেছে, কমেন্টের ঝড়। সকলেই সৌমিতৃষার রূপ, সৌন্দর্য্যের বর্ণনা করেছেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু সায়কের সঙ্গে ক্যাফেতে আড্ডা দিচ্ছেন সৌমিতৃষা। সেইসঙ্গে রিল ভিডিওতে দুজনের খুনসুটিও দেখা গিয়েছে।

  img 20230405 192709

  ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে সৌমিতৃষা লেখেন, ‘এক হাতে শেক এবং অন্য হাতে নিজের লক্ষ্যকে ধরে রাখুন’। তবে ছবিতে শরীরচাপা ট্যাঙ্ক টপের ফাঁকে সৌমিতৃষার সুস্পষ্ট অন্তর্বাস দেখে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। পছন্দের নায়িকার এমন পোশাক দেখে কেউ কেউ কমেন্টে লিখলেন, ‘তোমাকে এই পোশাকে একদম ভালো লাগছে না’। আবার অনেকে লিখলেন, ‘তোমায় খুব সুন্দর দেখতে লাগছে’।