গুনে গুনে তিন সপ্তাহ পর আবারও নিজের পুরনো জায়গা ফিরে পেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। একটা সময় TRP-র তালিকায় প্রথম স্থান বাঁধা ছিল ‘মিঠাই’র। কিন্তু মাঝে গল্পে সেরকম চমক না থাকায়, সেভাবে আর দর্শক টানতে পারছিল না এই ধারাবাহিক। তবে সেব সময় অতিক্রম করে, এই সপ্তাহে আবারও প্রথম স্থানে ফিরল ধারাবাহিক ‘মিঠাই’, পেয়েছে ৮.৫ পয়েন্ট।
মাঝে সবাইকে চমকে গিয়ে প্রথম স্থানে উঠে এসেছিল জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। তবে এই সপ্তাহে একটুর জন্য ‘মিঠাই’র কাছে হেরে গিয়ে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিল এই ধারাবাহিক, পেয়েছে ৮ পয়েন্ট।
এরপরই রয়েছে নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’ (Gouri Elo)। খুব বেশিদিন শুরু না হলেও, অভিনেতা অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয় এবং ভালো চিত্রনাট্যের কারণে ৭.৯ রেটিং পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার এই ধারাবাহিক।
এই TRP-র যুদ্ধে এই সপ্তাহে বেশকিছুটা পিছিয়ে পড়েছে স্টার জলসার ধারাবাহিকগুলো। ৭.৯ রেটিং পেয়ে তৃতীয় স্থানে ‘গৌরী এলো’র সঙ্গে জায়গা করে নিয়েছে ‘গাঁটছড়া’ (Gantchhora)। এরপরই চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার আরও এক ধারাবাহিক ‘আলতা ফড়িং’ (Aalta Phoring), পেয়েছে ৭.৭ পয়েন্ট।
মাঝে এই তালিকায় প্রথম দিকে থাকলেও, লালন-ফুলঝুরির বিয়ের পর থেকে কমতে শুরু করেছে স্টার জলসার ধারাবাহিক ‘ধূলোকণা’ (Dhulokona)র রেটিং পয়েন্ট। এই তালিকায় ৭.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। এরপর ৬.৩ রেটিং পেয়ে ষষ্ঠ স্থান রয়েছে স্টার জলসার আরও দুই ধারাবাহিক ‘মন ফাগুন’ (Mon Phagun) এবং’অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।
এই তালিকায় ৬.২ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘উমা’ (Uma)। এরপর ৬ পয়েন্ট পেয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। এরপর নবম স্থানে ৫.৮ পয়েন্ট পেয়ে জায়গা করে নিয়েছে একদম নতুন ধারাবাহিক স্টার জলসার ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) এবং দশম স্থানে ৫.৬ পয়েন্ট পেয়ে দাঁড়িয়ে আছে জি বাংলার ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)।