Skip to content

ভুলবশত ৪৩ হাজার স্যালারির বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো ১.৫ কোটি টাকা, কাজ থেকে ইস্তফা দিয়ে নিখোঁজ ব্যাক্তি

    img 20220712 193521

    কোনো কোম্পানি বা সংস্থায় কর্মরত সকল কর্মীই তাঁদের স্যালারির অপেক্ষায় থাকে। কারণ সেই স্যালারির উপর নির্ভর করে তাঁদের শখ-সাধ, আবার কারো বা পরিবার চলে সেই স্যালারির উপর। তাই প্রেমেন্টের দিন হয় তাঁদের কাছে একটা খুশির দিন। আর যখন কর্মচারীদের মোবাইলে টাকা ক্রেডিট হওয়ার নোটিফিকেশন আসে তখন তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে।

    img 20220712 203026

    কিন্তু একবার ভাবুন তো আপনার একাউন্টে কোম্পানি যদি নির্ধারিত স্যালারি পাঠাতে গিয়ে ভুল করে কোটি টাকা পাঠিয়ে দেয় তাহলে কেমন হবে? এমন পরিস্থিতিতে আপনার অনুভূতি কেমন হবে আমরা জানি না, তবে এমনি এক ঘটনা বাস্তবে ঘটেছে। হ্যাঁ, এমনি এক ঘটনা কোম্পানি ভুল করে কর্মচারীর একাউন্টে কোটি টাকা ট্রান্সফার করেছে এবং ওই কর্মী টাকা হাতে পাওয়ার সাথে সাথেই কাজ ছেড়ে দিয়েছেন। যা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনায়।

    ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার চিলি (Chili) নামক দেশে। সম্প্রতি, চিলির ‘ফুড ইন্ডাস্ট্রিয়াল কনসোর্টুইম’ (FIC) কোম্পানি ভুল করে কর্মীর একাউন্টে প্রাপ্য পরিশ্রমিকের বেশ কয়েক গুন বেশি টাকা পাঠিয়ে ফেলেছে। এই কর্মীর প্রকৃত বেতন ছিল 43,000 টাকা কিন্তু কোম্পানি তার একাউন্টে 1.42 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে।

    img 20220712 203043

    উক্ত কোম্পানিটি চিলি উপদেশের একটি অন্যতম প্রধান ব্যান্ড। কোম্পানি যখন ভুল করে পাঠানো টাকা ফেরত দিতে বলে তখন ওই কর্মী টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু পরে ওই কর্মী আর কাজে আসেনি। এরপর ওই কর্মী কোম্পানিকে রেজিগণেশন জানিয়ে কাজ থেকে ইস্তফা দেয়।

    কোম্পানিটি ওই কর্মীকে প্রাপ্য বেতনের তুলনায় অনেক বেশি টাকা পাঠিয়ে দিয়েছে তা জানতে পারে 30 মে তারিখে। এরপর কোম্পানি টাকা ফেরত চাইলে ওই কর্মী জুন মাসের 2 তারিখে কোম্পানিকে রিজাইন জানিয়ে দেয়। তারপর থেকে ওই কর্মীর আর কোম্পানিতে দেখা মেলেনি।