সম্প্রতি সময়ে একদিকে পরিবেশ দূষণের বিষয় এবং অন্যদিকে পেট্রোল ডিজেলের অপরিসীম মূল্যবৃদ্ধি- সবমিলিয়ে ইলেক্ট্রিক গাড়ির (electric car) দিকেই কিছুটা ঝোঁক রয়েছে মানুষের। দুচাকার দিকেও দেখা যাচ্ছে, অনেকেই এখন তেলের উর্দ্ধমুখী দাম থাকায় ব্যাটারি চালিত স্কুটির উপরই ভরসা রাখছেন।
অন্যদিকে চারচাকার ক্ষেত্রেও এখন মানুষ ইলেক্ট্রিক গাড়ির দিকেই বেশি আগ্রহী হয়ে পড়ছে। এই অবস্থায় মানুষের সাধ এবং সাধ্যের দিকে নজর রেখেছিল Mahindra। লঞ্চ করেছিল সস্তায় মাত্র ১০ লক্ষ টাকা দামের ইলেক্ট্রিক গাড়ি (electric car)। এর থেকে কম দামে ইলেক্ট্রিক গাড়ি আর দেখা যায়নি।
জানা গিয়েছে, এবার এর থেকেও কম দামে ভারতে ইলেকট্রিক গাড়ি (electric car) লঞ্চ করতে চলেছে MG E230। ব্রিটিশ কোম্পানিটির এই গাড়িতে থাকবে মাত্র দুটি দরজা। ২০২৩ সালে লঞ্চ হতে চলা এই গাড়ি ডিজাইন করা হয়েছে গ্লোবাল স্মল ইলেকট্রিক প্ল্যাটফর্মে।
একটি 20 kWh ব্যাটারি প্যাক থাকছে এই গাড়িতে। থাকছে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়াটারপ্রুফ এই ব্যাটারি এক চার্জে 150 km চলবে বলেও জানা গিয়েছে। ভারতের রাস্তার কথা মাথায় রেখে এই গাড়িতে রাখা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি, অটোমেটিক পার্কিং, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ভয়েস কমান্ড সহ একগুচ্ছ আধুনিক ফিচার।
মানুষের সাধ এবং সাধ্যের কথা মাথায় রেখেই অনেক কম দামে এই গাড়ি লঞ্চ করতে চলেছে লন্ডনের কোম্পানি MG। শুধুমাত্র এই গাড়িটি লঞ্চ করেই থেমে থাকবে না, ভবিষ্যতে আরও অনেক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার সম্ভাবনাও রয়েছে এই কোম্পানির। তবে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ডুয়াল এয়ারব্যাগ, ABS, EBD, ও রিয়ার পার্কিং রাখা হয়েছে MG E230-তে।