Skip to content

নতুন চরিত্রে বড় চমক দিতে আসছেন মেঘা! অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী

    img 20230108 162805

    যুগের সাথে তাল মিলিয়ে বাংলা বিনোদন জগতেও নতুন নতুন ধারাবাহিক লাগাতার আসতেই চলেছে। সিরিয়াল প্রেমীদের জন্য একটা গল্প হওয়ার আগেই আগমন হয় নতুন কাহিনীর। সম্প্রচারিত ধারাবাহিকগুলো কোনটা দীর্ঘস্থায়ী বা কোনটা ক্ষণস্থায়ী। টিআরপি ও জনপ্রিয়তার ভিত্তিতে কোন কোন ধারাবাহিক মাত্র ৩ মাসের মধ্যেই পর্দা থেকে বিদায় নেয়।

    img 20230108 163134

    এমনই এক নতুন সিরিয়ালের প্রকোপে অল্প দিন আগেই শেষ হয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “পিলু” (Pilu)। এই ধারাবাহিকের প্রাণ ছিল মেঘা’র চরিত্রটি। হঠাৎ করেই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ বহু মেঘা ভক্তদের। জানিয়ে রাখি, ডান্স বাংলা ডান্সের গত সিজনের প্রতিযোগী ছিলেন মেঘা। এবং এটাই ছিল তার প্রথম সিরিয়াল।

    প্রজেক্টের প্রথমে বেশ সাবলীল অভিনয় করেছিলেন অভিনেত্রী। যদিও তিনি পিছিয়ে ছিলেন জনপ্রিয়তা ও টিআরপি’র দৌড়ে। এই ধারাবাহিক বন্ধ হওয়ার পর থেকেই মেঘাকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। সম্ভবত খুব শীঘ্রই সেই প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে। জানা যাচ্ছে, তার অনুরাগীরা নতুন বছরের শুরুতেই আবার অভিনেত্রীকে দেখতে পাবেন পর্দায়।

    নতুন বছরের শুরুতেই টেলিভিশনের পর্দায় ফেরার কথা মেঘা নিজেই জানিয়েছেন। তবে কোনো ধারাবাহিকে নয়, এবার তাকে দেখা যাবে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No1) এর মঞ্চে। খবর অনুযায়ী, ৬ই জানুয়ারি বিকেল ৫-টা থেকে সম্প্রচারিত হয়েছে এই বিশেষ পর্ব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এর কিছু ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী।