Skip to content

অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার এই তারকাদের হুবহু হামসাকাল দেখে চমকে যাবেন আপনিও

  মানুষ বিশ্বাস করে পৃথিবীতে একই চেহারার ৭ জন মানুষ আছে। বর্তমানে অনেক বলিউড সেলিব্রেটি ডুপ্লিকেট সামনে এসেছে যারা দেখতে হুবহু তাদের মতো। ফিল্ম স্টারদের মতো দেখতে কিছু ব্যাক্তি কাজও করেছেন ইন্ডাস্ট্রিতে। তাদের মধ্যে কেউ কেউ অনেক নামও অর্জন করেছেন। আলোচ্য বিষয়ে এমন কয়েকজন ডুবলিকেট ব্যক্তির বিষয়ে যারা দেখতে হুবাহু তারকাদের মতই।

  অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)

  বলিউড মেগাস্টার ‘অমিতাভ বচ্চনে’র অনেক লুকলাইক রয়েছে। তাদেরমধ্যে একজন অন্ধ্রপ্রদেশের গোপী। মানুষ তাকে ‘অন্ধ্র অমিতাভ’ নামে চেনে। অমিতাভ বচ্চনের কাছ থেকে গোপী শুধু ফিচারই পান না, ফিল্মের প্রতি তার প্রচুর আবেগ রয়েছে। চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহের কারণে গোপী চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

  জন আব্রাহাম (John Abraham)

  বলিউডের সবচেয়ে ফিট এবং অ্যাকশন হিরো ‘জন আব্রাহাম’ বলিউডে একটি আলাদা পরিচিতি অর্জন করেছেন। জন আব্রাহামের লুকলাইকও এই পৃথিবীতে বর্তমান এবং তার নাম ‘মুবাশ্বির মালিক’। তিনি জন আব্রাহামের সাথে দেখাও করেছিলেন।

  সাইফ আলি খান (Saif ali khan)

  পতৌদি পরিবারের নবাব ‘সাইফ আলি খানে’র নবাবি ও স্টাইলের খুবই প্রসংসা শোনা যায়। সাইফ আলি খান তার স্টাইল এবং অভিনয় দিয়ে সবসময়ই সবার মন জয় করেছেন। সাইফ আলি খানেরও কার্বন কপি এই পৃথিবীতে আছেন। যদিও তার নাম সঠিক জানা যায় নি। তবে তার ছবিগুলি অবিকল সাইফ আলি খানের মতোই।

  রণবীর কাপুর (Ranbir kapoor)

  শ্রীনগর-ভিত্তিক মডেল ‘জুনায়েদ শাহ’ হুবহু রণবীর কাপুরের মতো দেখতে। উভয়ের চেহারা এতটাই মিল যা দেখলে অনেকেই অবাক হবেন। খবর অনুযায়ী, জুনায়েদ শাহ গত বছরের জুলাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

  অক্ষয় কুমার (Akshay kumar)

  কাশ্মীরের ‘মজিদ মীরের’ চেহারা অক্ষয় কুমারের সঙ্গে বেশ মিল। মজিদ মীরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলে তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরপর তিনি হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার ডুপ্লিকেট তারকা।

  হৃতিক রোশন (Hritik roshan)

  ‘হারমান বাওয়েজা’কে বলা হয় হৃতিক রোশনের ভাই। তাদের দেখতে একে অপরের কার্বন কপি। তবে হারমান বাওয়েজা ‘লাভ স্টোরি 2050’ ‘ডিশকিয়াউন’, ‘হোয়াটস ইওর রাশি’র মতো অনেক ছবিতে কাজ করেছেন। হৃতিক রোশনের সঙ্গে তার অনেক মিল রয়েছে।

  ঐশ্বর্য রাই (Aiswariya rai)

  বলিউডের অত্যন্ত সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই এর চেহারার মতোই একজন অনন্য নারী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন। হিন্দি ও দক্ষিণের সিনেমার সুপরিচিত মুখ ‘স্নেহা উল্লাল’কে ঐশ্বরিয়া রাই বচ্চনের টু কপি বলা হয়। স্নেহা উল্লাল সালমান খানের ‘লাকি’ ছবিতে কাজ করেছিলেন।