Skip to content

‘অগ্নিপথ’র প্রভাবে দেশজুড়ে বাতিল করা হয়েছে ৭৩৬ টি ট্রেন,রইল বাংলার তালিকা

    jpg 20220620 174010 0000

    ‘অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভ চলছে গোটা দেশ জুড়ে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের জেরে প্রচুর ট্রেন (train) বাতিল করা হয়ছে। পাশাপাশি কিছু ট্রেনের আবার যাত্রাপথ সংক্ষিপ্ত কিংবা পরিবর্তনও করা হয়েছে। জানা গিয়েছে, সোমবারই দেশে আংশিক বা সম্পূর্ণভাবে প্রায় ৭৩৬ ট্রেন (train) বাতিল করা হয়েছে।

    সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে এই বিষয়ে জানা গিয়েছে। কয়েকটি ট্রেনের (train) যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি পরিবর্তন করা হয়েছে যাত্রাপথও। এমনকি হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকেও বাতিল হয়েছে ট্রেন।

    train

    রইল তালিকা-

    পূর্ব রেলের পক্ষ থেকে ১৩৪০৯ মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ পর্যন্ত করা হয়েছে এবং ১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ থেকে চালানোর কথা বলা হয়েছে।

    সময়সূচি পরিবর্তন করা হয়েছে- 

    সকাল ৮ টার পরিবর্তে দুপুর ২ টো বেজে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ১২৩০৩ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস।

    সকাল ৮ টা বেজে ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ৩ টে বেজে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ১২২৭৩ হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস।

    সকাল ৮ টা বেজে ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫ টায় হাওড়া থেকে ছাড়বে ১২৩৭১ হাওড়া-বিকানের এক্সপ্রেস।

    সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ৩ টেয় কলকাতা থেকে ছাড়বে ৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস।

    বেলা ১২ টা বেজে ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ১৩০২৫ হাওড়া-ভোপাল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস।

    বেলা ১২ টা বেজে ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ১৩০২৫ হাওড়া-ভোপাল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস।

    দুপুর ১ টার পরিবর্তে দুপুর ৩ টে বেজে ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।

    দুপুর ১ টা বেজে ১০ মিনিটের পরিবর্তে বিকেল ৪ টেয় শিয়ালদা থেকে ছাড়বে ২২৩১৭ শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস।

    বাতিল করা হয়েছে-

    ১২০২৩ হাওড়া-জনশতাব্দী এক্সপ্রেস।

    ১৩০৩১ হাওড়া–জয়নগর এক্সপ্রেস।

    ১৩১৩৭ কলকাতা-আজমগঢ় এক্সপ্রেস।

    ১৩২৩৫ সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস।

    ১৩২৪১ বাঁকা-রাজেন্দ্রনগর (টার্মিনাস) এক্সপ্রেস।

    ১৩৪০১ ভাগলপর-দানাপুর এক্সপ্রেস।

    ১৩৪১৯ ভাগলপর-মুজফ্ফপুর এক্সপ্রেস।

    ১৫২৩৩ কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস।

    ১৫২৩৫ কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস।

    ১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস।