Skip to content

জমা করুন মাত্র ৬৭ টাকা করে , আর পেয়ে যান ১ লক্ষ! সর্বসাধারণের জন্য এক দুর্দান্ত অফার নিয়ে এল পোস্ট অফিস

    img 20220709 070024

    সম্প্রতি কালে বাজারে একদিকে যেমন বাড়ছে মূল্যবৃদ্ধি, অন্যদিকে তেমন বাড়ছে বেকারত্বের সংখ্যা। প্রত্যেক পিতা-মাতাই তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বেশ চিন্তিত। আগামী দিনে এই মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ বলতে পারেনা। তাই ভবিষ্যতের আর্থিক সংকটের কথা মাথায় রেখে পোস্ট অফিস (Post Office) চালু করতে চলেছে নতুন স্কিম। যেখানে খুবই অল্প পরিমাণ টাকা মাসিক সিস্টেমে জমা করালে, ফেরত পাওয়া যাবে বিপুল পরিমাণ অর্থ।

    img 20220709 070127

    চলুন যেনে নেওয়া যাক পোস্ট অফিসের পক্ষ থেকে লঞ্চ করা এই স্কিমের বিস্তারিত। বর্তমানে বিনিয়োগের প্রচুর আলাদা সেক্টর রয়েছে। তবে পোস্ট অফিস তাদের মধ্যে অন্যতম এবং নিরাপদ। সম্প্রতি ঘোষণা অনুযায়ী, এখন থেকে পোস্ট অফিসে টাকা জমালে রিটার্ন মিলবে মোটা অংকের। জানা যাচ্ছে, মান্থলি রেকারিং (Monthly Recaring) এর ক্ষেত্রে পোস্ট অফিস ৫.৮ শতাংশ হারে সুদ দিচ্ছেন গ্রাহকদের।

    এই মান্থলি রেকারিং এর সুবিধা হল, যে কোন ব্যক্তি তার নিজের নামে পোস্ট অফিসে খাতা খুলতে পারেন। এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে তার সঞ্চয় হিসেবে জমা করাতে পারেন। একটি নির্দিষ্ট সময়ের পর প্রতি মাসে জমানো টাকা সুদ সহ ফেরৎ পাওয়ার সুবিধা রয়েছে। নতুন স্কিমে বলা হয়েছে কেউ যদি ৬৭ টাকা হারে প্রতি মাসে মোট ২০০০ টাকা করে জমা করান, তবে তা ৫ বছর পর ফেরৎ পাবেন ১.২০ লক্ষ টাকা।

    এছাড়াও জমানো টাকার উপর ৫.৮ শতাংশ হারে ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। এই স্কিমে কোন বিনোযোগকারীর হটাৎ যদি অর্থের প্রয়োজন হয়, তবে তিনি ম্যাচিউরিটির আগেই অর্থাৎ ৩ বছর পর থেকেই প্রি ম্যাচিওরিটির সুবিধা পাবেন। এবং এই স্কিমটি পোস্ট অফিস মাধ্যমে লোন পাওয়ার ক্ষেত্রেও বেশ সহায়ক ও উপযোগী। পোস্ট অফিসের এই নতুন স্কীমে অনেকটাই উপকৃত হতে চলেছেন বহু সাধারণ জনগণ, এমনটাই মনে করা হচ্ছে।