বলিউড ও টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত প্রবীণ অভিনেতা “মিঠুন চক্রবর্তী” (Mithun Chakrabarty)। ভারত বর্ষ সহ গোটা বিশ্বে তার নাম ছড়িয়ে আছে। তার অসাধারণ অভিনয়ের কারণে দর্শকদের মনে আলাদা জায়গা তৈরী করেছেন। কয়েক দশক ধরেই তিনি রাজত্ব করে চলেছেন গোটা ইন্ডাস্ট্রি জুড়ে। মিঠুনদা চলচ্চিত্র জীবন ছাড়াও তার ব্যক্তিগত এবং পারিবার সূত্রে প্রায়ই শিরোনামে থাকেন।
বিশেষ করে ছেলে মিমোর কারণে বেশ আলোচনায় ছিলেন তিনি। মিঠুন চক্রবর্তীর পরিবারের অন্য সদস্যদের সাথে পরিচিতি থাকলেও তার কন্যা ‘দিশানী’র কথা খুব কম মানুষেরই জানা। সম্প্রতি গ্ল্যামারাস লুক ও অত্যন্ত সৌন্দযের কারণে মিডিয়ার শিরোনামে রয়েছেন মিঠুন কন্যা। দিশানিকে যদিও খুব বেশি লাইমলাইটে দেখা যায় না।
তবে সৌন্দর্যের কথা বলতে গেলে একাধিক বলি অভিনেত্রীকে পিছনে ফেলবে মিঠুন কন্যা দিশানী। প্রসঙ্গত যেটা জানা যায়, দিশানী মিঠুন চক্রবর্তীর নিজস্ব সন্তান নয়। কলকাতার কোন এক পরিত্যক্ত স্থান থেকে দিশানীকে কুড়িয়ে পেয়েছিলেন। জানা যায়, দিশানী ক্যালিফোর্নিয়ার ‘লস অ্যাঞ্জেলেস অফ ফিল্ম অ্যাকাডেমি’ থেকে পড়াশোনা করছেন।
খবর অনুযায়ী, ভবিষ্যতে দিশানী চলচ্চিত্রে তার ক্যারিয়ার গড়তে চান। এবং তার বাবার মত দুর্দান্ত অভিনয় করতে চান। মিডিয়া সূত্রে এও জানা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন মিঠুন কন্যা দিশানী। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় দিশানী, খুব অল্প সময়ে তার প্রচুর ফ্যান ফলোইং। সামাজিক মাধ্যমে আপলোড করা ছবির প্রশংসায় পঞ্চমুখ তার বহু ভক্ত।