Skip to content

‘মানুষের কোন হাত নেই, যা দেওয়ার ভগবান দিয়েছে’! স্মার্ট দিদি নন্দিনীর মন্তব্যে রানু মন্ডলের গন্ধ পেল নেটিজনরা

  img 20230129 194037

  বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছেন স্মার্ট দিদি নন্দিনী (Smart Didi Nandini)। স্মার্ট এই নন্দিনী দি, জিন্স টি শার্ট পড়ে এবং গলার হেডফোন ঝুলিয়েই রাস্তার ধারে নিজের পাইস হোটেল চালান। যেখানে আর পাঁচটা দোকানের মত খাবার পাওয়া গেলেও, কেন উপছে পড়ছে মানুষের ভিড়?

  সম্প্রতি কিছুদিন ধরেই স্যোশাল মিডিয়া সাইট জুড়ে শুধুই দেখা যাচ্ছে এই নন্দিনী দি’কে। যেকিনা ভাতের হোটেল চালান। আর তাঁকে ঘিরেই রয়েছেন একাধিক ইউটিউবাররা। কিছুটা বাড়াবাড়ি পর্যায়েই পৌঁছে গিয়েছে নন্দিনী দি’কে নিয়ে নেটিজনদের মাতামাতি। এরই মধ্যে এই নন্দিনি দির এক মন্তব্যে রানু মন্ডলের (Ranu Mondal) সঙ্গে মিল খুঁজে পেলেন নেটদুনিয়ার বাসিন্দারা।

  img 20230130 123034

  কিছুদিন আগেই এক ইউটিউবার নন্দিনী দির হোটেলে তাঁকে নিয়ে ভিডিও করতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে বিনা পয়সায় খাবার খেতে চেয়ে, নন্দিনী দির সঙ্গে মজা করায়, বেজায় চটে যায় নন্দিনী দি। সেই ইউটিউবারকে ভিডিও করার অনুমতি তো দেনইনি, উলটে নিজের ফোনে ভিডিও করে সেই ইউটিউবারকে ধুয়ে দেন নন্দিনী দি।

  এরই মধ্যে নন্দিনী দির এক মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়ে নেটদুনিয়্যা। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ভগবানই তাঁকে সব দিয়েছে, এখানে মানুষের কোন হাত নেই। আর নন্দিনী দির এমন মন্তব্য শুনেই তাঁর সঙ্গে রানু মণ্ডলের মিল খুঁজে পেয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।

  জানিয়ে রাখি, বেশকয়েকবছর আগে যে ব্যক্তি রানু মন্ডলকে প্রচারের আলোয় নিয়ে এসেছিল, নাম হওয়ার পর সেই ব্যক্তির কৃতজ্ঞতা স্বীকার না করে রানু মন্ডল তাঁকে ‘ভগবানের চাকর’ বলে অভিহিত করেছিলেন। আর তারপর থেকেই তড়তড়িতে নামতে থাকে রানু মন্ডলের খ্যাতি এবং সম্মান। দুজনের কথায় বেশ মিল খুঁজে পেয়ে কেউ কেউ নন্দিনী দিকে ভবিষ্যতের ‘রানু মন্ডল’ বলেও ব্যাখ্যা করছেন।