ভারতীয় (India) ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক “মহেন্দ্র সিং ধোনি” (M. S. Dhoni) গোটা বিশ্বের কাছে একটি পরিচিত মুখ। তাকে সবসময়ই তার ভক্ত ও অনুরাগীদের চমক দিতে দেখা যায়। এবারও এক নতুন চমক নিয়ে ভক্তদের মাঝে হাজির মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি, ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ছবিতে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে পুলিশ অফিসারের (Police Officer) ইউনিফর্মে দেখা যাচ্ছে।
Ms dhoni as police finded Mahendra has 9 fir
And he is in search of him pic.twitter.com/me8K0zlFsz— ࿐ᴮᵒˢˢSathya Sriᴿᵒʰᶦᵗ☞ᴷᴵᴬᴿᴬ࿐мαғıα (@SathyaSriBoss45) February 2, 2023
অবাক করার বিষয় হল, ছবিতে দেখতে পাওয়া ধনী আসল পুলিশ অফিসার নন। তার পেশাগত জীবনের কারণে এই ছবি প্রকাশ পেয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে নানা ধরনের বেশে দেখা যায় মাহি’কে। এক্ষেত্রেও ঠিক একই রকম ঘটেছে। যতদূর জানা যাচ্ছে, এবার একটি নতুন বিজ্ঞাপনের কারণে পুলিশ অফিসারের অসাধারণ বেশে দেখা যাচ্ছে ধোনিকে।
MS Dhoni as a police officer in an ad. pic.twitter.com/nleS9DR8bh
— Johns. (@CricCrazyJohns) February 2, 2023
এই বিজ্ঞাপনে পুলিশ অফিসারের ভূমিকায় ধোনির লুক ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ধোনির এই নতুন চেহারা খুব পছন্দ করছেন। ধোনির এই নতুন লুককে ভক্তরা ভীষণভাবে শেয়ার করেছেন এবং মজার মন্তব্যও করছেন। উল্লেখ্য, বাস্তব জীবনে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় সেনাবাহিনীর একজন ‘লেফটেন্যান্ট কর্নেল’।
MS Dhoni as police for an ad ! 🤩@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/QKCTHUUtVo
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) February 2, 2023
নভেম্বর ২০১১ সালে, ধোনিকে একটি অনুষ্ঠানের সময় এই সম্মানসূচক পদ দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর অংশ হওয়ার পরে, একজন সেনা বা সৈনিক যে সমস্ত সুযোগ-সুবিধা পান, তা ধোনির ক্ষেত্রেও একই। ধোনি ১৫ই আগস্ট ২০২০-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের আইপিএল (IPL) মৌসুমে খেলতে দেখা যাবে ধোনিকে।