ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা খেলোয়াড় হলেন মহেন্দ্র সিং ধোনি (mahendra singh dhoni)। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্ব করার পর, বর্তমানে অবসর নিয়েছেন তিনি। তবে সম্প্রতি সময়ে IPL-এ চেন্নাইয়ের হয়ে মাঠে নামতেও দেখা গিয়েছে তাঁকে।
ক্রিকেট কেরিয়ারে দেশ, বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন মহেন্দ্র সিং ধোনি (mahendra singh dhoni)। তাঁর ব্যাটিং স্টাইলে পাগল গোটা দুনিয়া। দেশে বিদেশে প্রচুর ভক্ত রয়েছে তারা। ক্রিকেট জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেক কিছু জানেন তাঁর ভক্তরা। এমনকি তাঁর জীবনী নিয়ে বলিউডে ‘M.S. Dhoni: The Untold Story’ নামে একটি সিনেমাও হয়েছে।
বর্তমান সময়ে স্ত্রী সাক্ষী এবং মেয়েকে নিয়ে সুখে সংসার করলেও, একটা সময় একাধিক বলি অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছিল মহেন্দ্র সিং ধোনির। ক্রিকেট জগতে অনেক সুনাম অর্জন করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছে অনেক আলোচনা সমালোচনা।
বলি অভিনেত্রী রাই লক্ষ্মী থেকে শুরু করে জনপ্রিয় বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, অনেকের সঙ্গেই তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। জানিয়ে রাখি, বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কের কারণে একটা সময়ে লাইমলাইটেও থেকেছেন দুজনে।
বিষয়টা ২০০৭-২০০৮ সালের সময়কার। সেইসময় একদিকে দীপিকা এবং অন্যদিকে ধোনি দুজনেই যে যার কেরিয়ারের দিকে ফোকাস করার চেষ্টা করছেন। এইসময় ক্রিকেটারকে ম্যাচ দেখার জন্য নিমন্ত্রণ করেছিলেন অভিনেত্রী। সেইসময় একসঙ্গে অনেকটা সময়ও কাটাতেন তারা।
এর মধ্যে আবার এন্ট্রি নিয়েছিলেন আর এক ক্রিকেটার। দীপিকার ২২ তম জন্মদিনে যুবরাজ সিংকে দেখা গিয়েছিল। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনের সবকিছুতে হস্তক্ষেপ করছেন যুবরাজ সিং। তবে ধোনির সম্পর্কে বিশেষ কিছুই বলতে শোনা যায়নি তাঁর মুখ থেকে।
যদিও বর্তমানে তারা যে যার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। একদিকে বিয়ে করে স্ত্রী কন্যাকে নিয়ে সুখে সংসার করছেন ধোনি (mahendra singh dhoni)। আর অন্যদিকে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করেছেন দীপিকা।