Skip to content

কম বাজেটে হবে দেশ ভ্রমণ, ভারতের এই সকল পাহাড়ি এলাকায় রয়েছে স্বল্প মূল্যের সরকারি গেস্ট হাউস

    img 20220614 152927

    গরম পড়তেই আর স্কুল কলেজে গরমের ছুটি পড়তেই ভ্রমণে বেরিয়ে পড়েন মানুষজন। তবে এই ভ্রমণ তালিকার একদম প্রথমেই থাকে গরমের হাত থেকে রক্ষা পেতে, ভালোভাবে ছুটি উপভোগ করতে কোন পাহাড়ি এলাকায় ভ্রমণ।

    ঘুরতে গেলেই তো শুধু হয় না, ভালো হোটেলেরও দরকার। অনেক সময় মৌসম বুঝে হোটেলের ভাড়া বাড়িয়ে দেন হোটেল মালিকগুলো। যার ফলে বেশ কিছুটা সমস্যায় পড়তে হয় পর্যটকদের। তবে চিন্তার কোন কারণ নেই। বিভিন্ন জায়গায় সরকারী বিভিন্ন হোটেল রয়েছে, যেখানে গিয়ে পর্যটকরা থাকতে পারবেন। তবে সেইসকল হোটেলে সরকারী চাকুরীজীবীদের প্রথমে সুযোগ দেওয়া হলেও, আগে থাকতে বুকিং করলে আপনিও থাকতে পারবেন।

    img 20220614 152836

    কাজা (Kaza)- হিমাচল প্রদেশে অবস্থিত এই গ্রামের কথা খুব কম মানুষই জানেন। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিতে ভরপুর এই জায়গায় গরমের মধ্যেও একটা ঠান্ডা আবহাওয়া পাবেন। সেকাহ্নে গিয়ে আপনি কম খরচে কাজার নিউ সার্কিট গেস্ট হাউসে থাকতে পারবেন।

    img 20220614 152818

    ম্যাক্লিওডগঞ্জ (McLeod Ganj)- হিমাচল প্রদেশের ধর্মশালা জেলায় অবস্থিত এই হিল স্টেশনে সারা বছরই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। পাহাড়ের কোলে সুন্দর এই হিল স্টেশনে সাশ্রয়ী মূল্যে PWD গেস্ট হাউসগুলি পেয়ে যাবেন। এছাড়াও এখানে স্বপ্ল মূল্যে দালাই লামার নামে রেস্ট হাউসও রয়েছে।

    img 20220614 152736

    চৌকোরি (Chaukori)- দেবভূমি উত্তরাখণ্ডের সমতলভূমিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০১০ মিটার উচ্চতায় একটি ছোট গ্রাম হল চৌকরি। বাটি আকৃতির এই হিল স্টেশনে চা বাগান, উঁচু পাহাড় এবং নন্দা দেবী দেখার সুযোগ পাবেন পর্যটকরা। এখানে থাকার জন্য কেএমভিএন নামে সরকারি গেস্ট হাউসও রয়েছে।

    img 20220614 152757

    আউলি (Auli)- উত্তরাখণ্ডে অবস্থিত আরও একটি হিল স্টেশন হল আউলি। চারিদিকে বরফে ঢাকা এই স্থানের ঘর ভাড়া কিছুটা বেশি হওয়ায় সকলে সেখানে থাকতে পারেন না। তবে আপনি চাইলে আউলির বিকাশ নগর গেস্ট হাউসে থাকতে পারেন।

    এই নির্বাচিত গেস্ট হাউসগুলো ছাড়াও সেখানে অনেক ভালো ভালো হোটেল রয়েছে, যেখানে আপনি নির্দ্বিধায় থাকতে পারবেন। একটু ঘুরে দেখলে কম খরচেও ঘর পেতে পারবেন।