Skip to content

ঐন্দ্রিলার জন্য ‘অলৌকিকের জন্য প্রার্থনা’ করতে বললেন প্রেমিক সব্যসাচী, সাড়া দিল টলিউড

    img 20221116 132828

    আবারও মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে লড়াই করছেন টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (aindrila sharma)। আর তাঁর পাশে আবারও দেখা গিয়েছে তাঁর প্রেমিক অর্থাৎ টেলি অভিনেতা সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। এতদিন ধরে ঐন্দ্রিলার এই লড়াইয়ে নিজেই পাশে ছিলেন সব্যসাচী। তবে এবার যেন কিছুটা অসহায় হয়ে পড়লেন এবং ফেসবুক পোস্ট করে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার অনুরোধ করলেন সকলকে।

    img 20221116 132839

    সোমবার রাতে ফেসবুকে সব্যসাচী চৌধুরী লেখেন, ‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম।
    ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। Pray for a miracle. Pray for supernatural. She is fighting against all odds, beyond human.’

    সব্যসাচী চৌধুরীর এমন পোস্ট ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে চারিদিক থেকে ঐন্দ্রিলার জন্য আসতে থাকে শুভেচ্ছা বার্তাও। অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) লেখেন, ‘আমারও প্রায় এই বয়েসী একটা মেয়ে আছে। তার জন্মদিনে আজ মন প্রাণ দিয়ে আমার এটুকুই প্রার্থনা এই কঠিন লড়াই জিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক মেয়েটা। ঐন্দ্রিলার বাবা মা আর সব্যসাচীর পাশে থেকে শুধু প্রার্থনা করছি ওদের এই কঠিন সময় কেটে যাক যত তাড়াতাড়ি সম্ভব’।

    সব্যসাচীর পোস্টের রিপ্লাইয়ে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) লেখেন, ‘ঐন্দ্রিলাকে নিয়ে কিছুই লিখিনি ফেইসবুকে। খালি মনে মনে প্রার্থনা করে গেছি যেনো মেয়েটা সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। আজকে শট দিতে যাওয়ার আগে সব্যসাচীর পোস্টটা বুকে লাগলো আবার। একটাই প্রার্থনা ঐন্দ্রিলা আগেও যেভাবে ফিরে এসেছে, এবারও যেনো সেটার পুনরাবৃত্তি হয়। আর সব্যসাচীকে দেখে অবাক হয়ে যাই। ভগবান আর এদের মতন প্রেমিক বানায় না। নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে এরাই জানে। পাশে দাঁড়াতে এরাই জানে। আমরা খালি ফেসবুক করি। লজ্জা হয় আয়নার সামনে দাড়াতে’।

    এখানেই শেষ নয়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) লেখেন, ‘এই ছোট্ট মেয়েটি এবং ওঁর সঙ্গে ওঁর সঙ্গীর জন্যও প্রার্থনা করুন সকলে। শুরু থেকেই মেয়েটির পাশে দাঁড়িয়েছে ওঁর সঙ্গী। তবে আমি ওঁদের ব্যক্তিগতভাবে না চিনলেও, ঐন্দ্রিলার লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। শুরু থেকেই সব্যসাচী যেভাবে ওঁর পাশে দাঁড়িয়েছে, তা সাহচর্য এবং ভালবাসার প্রতি নতুন করে বিশ্বাস তৈরি করেছে। তোমার কথা শুনতে পেয়েই আমি নিশ্চয়ই কোনও অলৌকিকের জন্য প্রার্থনা করব’।