Skip to content

কুকুরের সঙ্গে লুকোচুরি খেলছে ছোট্ট বাচ্চা মেয়ে! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজনরা

  img 20221229 194721

  স্যোশাল মিডিয়া মানেই ভাইরালের দুনিয়া। এখানে প্রতিনিয়তই নানা ধরনের ছবি ভিডিও ভাইরাল (viral video) হতে দেখা যায়। আর বর্তমান সময় যেহেতু নতুন বছরকে স্বাগত জানানোর, সেই কারণে এখন নেটদুনিয়ায় এইধরনের ভিডিও বেশি দেখা যাচ্ছ। তবে এসবের মধ্যে একটি সাধারণ কিন্তু মন ছুঁয়ে যাওয়া ভিডিও ব্যাপকহারে ভাইরাল হতে দেখা গেল।

  সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওগুলোর মধ্যে কখনও কোনটি হয় মজাদার আবার কোনটি হয় আবেগপ্রবণ। আবার কোন ভিডিও এমন হয়, যা দেখে শিক্ষার্জন করেন নেটদুনিয়ার বাসিন্দারা। তবে সবকিছু মিলিয়ে নেটনাগরিকদের পছন্দের অন্যতম একটি বিষয় হল এই ভাইরাল ভিডিও।

  আসুন প্রথমেই দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিওটি (viral video)-

  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে এবং একটি কুকুরকে। যেখানে কুকুরটিকে দেখে মনে হচ্ছে, সে সম্ভবত ওই বাচ্চা মেয়েটির পোষ্য। ভিডিওতে দেখা যায় তাঁরা দুজনেই কানামাছি খেলছে। প্রথমে বাচ্চা মেয়েটি খেলার বিষয়টি কুকুরটিকে বুঝিয়ে দিল। তারপর মেয়েটির কথা মত বুঝেও গেল কুকুরটি।

  এরপর কুকুরটিকে পছনে ফিরতে বলে মেয়েটি লুকিয়ে পড়ার জন্য পাশে ঘরে চলে যায়। আর কুকুরটিও সামান্য কিছুক্ষণ অপেক্ষার পর মেয়েটি খুঁজে বের করতে পাশে ঘরে চলে যায় এবং খুঁজেও পায়।

  img 20221229 194814

  নেটদুনিয়ায় এই দৃশ্যের ভিডিওটি শেয়ার হতেই মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই ভিডিওটি প্রায় তিন লক্ষ মানুষ দেখে নিয়েছেন। সেইসঙ্গে প্রায় ৬ হাজার মানুষ রিট্যুইটও করে নিয়েছেন। আবার প্রায় ৫৭ হাজার মানুষ এই ভিডিওটিকে পছন্দও করে নিয়েছেন।