মোহাম্মদ আমির হোসেন খান, এই নামের সঙ্গে বেশির ভাগ মানুষই পরিচিত নন। তবে আমির খান (Aamir Khan) এই নামটার সঙ্গে পরিচিত নন ভূভারতে এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া মুশকিল। বলি ইন্ডাস্ট্রিতে শান্ত, নম্র স্বভাবের অভিনেতা বলে ভীষণ ভাবে পরিচিত আমির খান।
নয় নয় করে প্রায় ৩০ বছর ধরে হিন্দি বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বলি স্টার আমির খান। এই সময়কালে নানাধরনের, নানা স্বাদের ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর অভিনীত প্রায় সব ছবিই হিট করেছে বক্স অফিসে। দর্শকদের খুব একটা নিরাশ করতে দেখা যায়নি এই স্টারকে।
দুর্দান্ত অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই নিজের একটা বিশাল ফ্যানবেস তৈরি করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা। ‘লাগান’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দর’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘ তারে জমিন পর’, ‘গজনী’, ‘দঙ্গল’ একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
রিপোর্ট চলছে ১৯৭৩ সালে ‘ইয়াদোঁ কি বারাত’ ছবিতে একজন শিশু শিল্পী হিসাবে অভিনয় জগতে পদার্পণ করেন আমির খান (Aamir Khan)। এরপর ১৯৮৪ সালে ‘হোলি’ ছবির হাত দিয়ে আবার ফিরে আসা। তারপর শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবির জন্য। ব্যাস এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
আমির খানের (Aamir Khan) গোটা অভিনয় জীবনে অসংখ্য ব্লকবাস্টার হিট ছবির মধ্যে সেরা পাঁচটি ছবির বিষয়ে আলোচনা করব, যা আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে।
লাগান (Lagaan)- আমির খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবির গুলির মধ্যে অন্যতম হল ‘লাগান’। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ’র জন্যও মনোনীত হয়েছিল। এই ছবিতে হারতে না শেখা ভুবনের চরিত্রকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন আমির খান।
তারে জমিন পর (Taare Zameen Par )- ডিসলেক্সিয়ায় আক্রান্ত একটি বাচ্চার গল্প নিয়ে ২০০৭ সালে আমিরের প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘তারে জমিন পর’। এই ছবিতে তাঁর সঙ্গে সমানভাবে নিজের অভিনয় দক্ষতার প্রকাশ করেছিলেন শিশুশিল্পী দর্শিল সাফারি। এই ছবি বক্স ব্লাস্টার হিট হওয়ার পাশাপাশি ন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতেছিল।
গজনি (Ghazni)- এরপর ২০০৮ সালে আমির খানের সুপার ডুপার হিট ছবি ‘গজনি’। খলনায়কের নামে নির্মিত এই ছবিতে সঞ্জয় সিঙ্গানিয়ার ভূমিকায় এক আলাদাই লুক দেওয়া হয়েছিল আমির খানকে। দক্ষিণি ছবির রিমেক হলেও, আমির খানের এই ছবি প্রশংসার নজির সৃষ্টি করেছিল।
3 ইডিয়টস (3 Idiots)– বিখ্যাত লেখক ফাইভ পয়েন্ট সামওয়ান-র তৈরি এই ছবিতে আমির খানের অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। ২০০৯ সালে মুক্তি পেলেও এই ছবি বলিউডের ইতিহাসে অন্যতম হিট ছবি গুলোর মধ্যে একটি। যা সমাজের কাছে বেশকিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল।
দঙ্গল (Dangal)- কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রকে খুব সুন্দর করে ‘দঙ্গল’ ছবিতে তুলে ধরেছিলেন আমির খান। ছবির প্রয়োজনে তাঁর লুকে বেশকিছুটা বদলও করা হয়েছিল, বাড়িয়েছিলেন অনেকটা ওজন। তাঁর অভিনীত এই ছবিও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।