Skip to content

কেউ নিজের ইচ্ছায় আবার কেউ বিয়ের খাতিরে নিজেদের ধর্ম পরিবর্তন করেছেন এই বলি অভিনেত্রীরা

  দক্ষিণীর সুন্দরী অভিনেত্রীদের গ্লামারে রীতিমতো মুগ্ধ গোটা দেশ। তাদের মধ্যে কেউ যেমন প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেদের লুক পরিবর্তন করেছে তেমনি অনেকে আবার ধৰ্ম পরিবর্তন করার সাহস দেখিয়েছে। তাদের মধ্যে কেউ বিবাহের জন্য, আবার কেউ বা নিজের ইচ্ছায় ধৰ্ম পরিবর্তন করেছে। আজকের নিবন্ধে এমনই 5 অভিনেত্রী কথা বলতে যাচ্ছি যারা বিভিন্ন কারণে ধর্মান্তরিত হয়েছেন। চলুন জানা যাক কোন কোন অভিনেত্রীর কি কি কারণে ধর্মান্তরিত হয়েছেন।

  1. নয়নতারা:-
  অভিনেত্রী নয়নতারা খ্রিস্টান ধর্মের জন্মগ্রহণ করেছিলেন। 2011 সালে এই অভিনেত্রী চেন্নাইয়ের আর্য সমাজ মন্দিরে হিন্দু ধর্মে দীক্ষিত হন। জানা যায় সেই সময় তিনি তার প্রেমিক প্রভু দেবাকে বিয়ে করার জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। যদিও তাদের সম্পর্ক পরে ভেঙে যায়। এরপর তিনি হিন্দু তামিল চলচ্চিত্র নির্মাতা বিগ্নেশ শিবনের সঙ্গে বিয়ে করেন।

  2. খুশবু:-
  দক্ষিণী অভিনেত্রী খুশবু একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিবাহের জন্য হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। তিনি তার প্রেমিক সুন্দর সিকে বিবাহ করেছিলেন।

  3. মনিকা:-
  এই দক্ষিণী অভিনেত্রী নিজের ধর্ম পরিত্যাগ দিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি নতুন ধর্ম অনুযায়ী নাম পরিবর্তন করে এমজি রহিমা রাখেন। ধর্মান্তরিত হওয়ার কারণ হিসেবে জানতে চাইলে তিনি বলেন স্বইচ্ছায় তিনি এই ধর্ম গ্রহণ করেছেন। এই ধর্মের রীতি নীতি তার পছন্দের।

  4. নাগমা:-
  দক্ষিণী এই তারকার মা ছিলেন একজন মুসলিম এবং বাবা ছিলেন একজন হিন্দু ধর্মী। 2011 সালে এই সুন্দরী খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। ধর্মান্তরিত হওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন মূলত রাজনীতির কারণেই খ্রিস্টধর্ম গ্রহণ করা। তিনি খ্রিষ্টধর্মে একটা আলাদা শান্তি পেয়েছেন।

  5. আয়েশা টাকিয়া:-
  অভিনেত্রী আয়েশা টাকিয়ার, বাবা ছিলেন একজন গুজরাটি হিন্দু এবং মা ছিলেন একজন কাশ্মিরি মুসলিম। এই অভিনেত্রী পরবর্তী জীবনে ফারহান আজমিকে বিবাহ করেন। বর্তমানে আয়েশা সম্পূর্ণরূপে মুসলিম ধর্মে দীক্ষিত।