Skip to content

তারক মেহতা থেকে ববিতা জি, রইল ‘তারক মেহতা কা উল্টা চশমা’র কলাকুশলীদের পারিশ্রমিকের তালিকা

    হিন্দি বিনোদন দুনিয়ায় ভীষণই জনপ্রিয় একটি টিভি শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah)। ২০০৮ সালে শুরু হওয়া এই টিভি শো আজও সমানভাবে মানুষের মধ্যে জনপ্রিয়। আজও এই শো শুরু হলে, টিভির সামনে বসে পড়েন আট থেকে আশি সকলে।

    গত ১৪ বছর ধরে মানুষকে হাসিয়ে আসছে এই টিভি শো। এই শোয়ের মাধ্যমে অনুষ্ঠানের অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তাঁদের অসাধারণ অভিনয় মন জিতে নিয়েছে দর্শকদের। তবে জানলে অবাক হবেন, হাসি মজার এই শোয়ের অভিনেতা অভিনেত্রীরা তাঁদের অভিনয়ের জন্য বেশ মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

    শৈলেশ লোধা (Shailesh Lodha)- ‘তারক মেহতা কা উল্টা চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah) তারক মেহতার ভূমিকায় জনপ্রিয় হয়েছেন অভিনেতা শৈলেশ লোধা। তাঁর অভিনয় দক্ষতার জন্য সর্বজন প্রশংসিত হন এই অভিনেতা। জানা যায়, প্রতিটি পর্বের জন্য প্রায় ১ লক্ষ টাকা পারিশ্রমিক নেন এই অভিনেতা।

    দিলীপ জোশী (Dilip Joshi)- ‘তারক মেহতা কা উল্টা চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah)-তে ‘জেঠালাল চম্পকলাল গদা’ চরিত্রে বছরের পর বছর ধরে অভিনয় করে আসছেন অভিনেতা দিলীপ জোশী। অভিনয় দক্ষতা দিয়ে অভিনেতা দিলীপ জোশী মন জিতে নিয়েছেন সকল দর্শকদের। জানা গিয়েছে, এক একটি পর্বের জন্য দেড় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অভিনেতা দিলীপ জোশী।

    অমিত ভট্ট (Amit Bhatt)- ‘তারক মেহতা কা উল্টা চশমা’-তে ‘বাপুজি’র ভূমিকায় দেখা যায় অভিনেতা অমিত ভট্টকে। এই শোয়ে দিলীপ জোশী অর্থাৎ ‘জেঠালাল’র বাবার চরিত্রে দেখা যায় তাঁকে। জানা যায়, প্রতিটি পর্বের জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেতা।

    শ্যাম পাঠক (Shyam Pathak)– ‘পপটলাল’র চরিত্রটি বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন অভিনেতা শ্যাম পাঠক। শোয়ে সাংবাদিকের চরিত্র করার জন্য এক একটি পর্বের দরুণ ৩০ হাজারেরও বেশি টাকা পারিশ্রমিক নেন অভিনেতা।

    তনুজ মহাশব্দে (Tanuj Mahashabde)- শোয়ে ‘ববিতা জি’র স্বামী ‘কৃষ্ণা আয়ান’র চরিত্রে অভিনয়ের জন্য প্রতিটি পর্বের দরুণ ৬৫ থেকে ৮০ হাজার টাকা নিয়ে থাকেন এই অভিনেতা।

    মুনমুন দত্ত (Munmun Dutta)– শোয়ে ববিতা জির ভূমিকাও খুব বিখ্যাত হয়েছেন অভিনেত্রী মুনমুন দত্ত। প্রতিটি পর্বের জন্য ৩৫ থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই সুন্দরী অভিনেত্রী।