Skip to content

সাইড রোলে অভিনয় করেও রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা হাসিল করেছে এই বলিউড অভিনেতারা

    img 20220613 221103

    বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার শেষ থাকে না। ইন্ডাস্ট্রির অন্দরে ও বাইরে প্রায়ই কিছু না কিছু সম্পর্কে আলোচনা শোনা যায়। ইন্ডাস্ট্রিতে কখন কোন অভিনেতা কোন চরিত্রে জনপ্রিয়তা পাবে তা বোঝা মুশকিল। আজকের প্রতিবেদন এমন কিছু দুর্দান্ত অভিনেতাদের সম্পর্কে, যারা পার্শ চরিত্রে অভিনয় করেও, জনপ্রিয়তা ও পরিচিতি পেয়েছে সিনেমার হিরোদের মতোই।

    এক ঝলোকে দেখে নেওয়া যাক সেই অভিনেতাদের তালিকা, যারা পার্শ চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছে গোটা দেশকে।

    3 idiots

    শারমান জোশী (রাজু -3 ইডিয়টস)

    ‘৩- ইডিয়েটস’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন অভিনেতা শারমান জোশী। বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি গুলোর মধ্যে একটি ৩- ইডিয়েটস ছবিটি। যার মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা ‘আমির খান’। ছবিটিতে বন্ধুর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন শারমান।

    জুহি চওলা (বীণা -শর্মাজি নামকিন)

    c10c9f58c4576d953b1bede96368d13b

    বলিউড ইন্ডাস্ট্রি খুবই পরিচিত একটি নাম ‘জুহি চওলা’। ৮০’এর দশকের জনপ্রিয় অভিনেত্রী, ‘শর্মাজি নামকিন’ ছবিতে পার্শ চরিত্রে বীণা’র ভূমিকায় অভিনয় করে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন। যদিও বহুদিন পরে তাকে এই ছবির মাধ্যমে পর্দায় দেখা গিয়েছিলো।

    কাল্কি কোচলিন (অদিতি -ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)

    kalki koechlin 759

     

    রণবীর ও দীপিকা অভিনীত হিট ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তে, পার্শ চরিত্রে অদিতির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ‘কাল্কি কোচলিন’। এর আগেও একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছিলো এই অভিনেত্রীকে। তার অভিনয় দর্শক মহলে বেশ সারা ফেলেছিলো।

    আরশাদ ওয়ারসি (সার্কিট -মুন্না ভাই এমবিবিএস)

    257666 arshad warsi munna bhai mbbs sanjay dutt rajkumar hirani asur bachchhan pandey

     

    ‘সঞ্জয় দত্ত’ অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিটি উচ্চ পর্যায়ের ছবি হিসেবে প্রমাণিত। এই ছবিটিতে সার্কিট এর ভূমিকায় অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি। সার্কিট চরিত্রে অভিনয় করে রাতারাতি তিনি সেলিব্রিটি হয়ে ওঠেন। তার অসাধারণ অভিনয় দর্শক দ্বারা বেশ প্রসংসনীয়।