Skip to content

যেন মেঘের উপর ভাসমান ব্রিজ! চেনাব ব্রিজের একের পর এক অসাধারণ ছবি শেয়ার করল ভারতীয় রেল

    img 20220916 142724

    বিশ্বের সর্বোচ্চ আর্চ ব্রিজ চেনাব সেতুর (Chenab Bridge) নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। ভারতে অবস্থিত এই সেতুর উপর রেললাইন বসানোর কাজ শুধু বাকি রয়ে গিয়েছে। অনবদ্য নির্মাণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, প্রথম থেকেই এই সেতু সংবাদ শিরোনামে উঠে এসেছে বারবার। তবে ধারণা করা হচ্ছে, ২০২৩ সাল নাগাদ চালু করা হবে এই সেতু।

    ৩৫৯ মিটার উচ্চতা বিশিষ্ট এই সেতু তৈরি করতে প্রায় ১৮ বছর সময় লেগে গিয়েছে, যা একটি বিশ্ব রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ২০০২ সালে এই সেতুর নির্মান কাজ শুরু হলেও, মাঝে ২০০৮ সালে কাজ বন্ধ হয়ে গেলেও, আবার ২০২১ সালে ফের চালু হয় এই চেনাব সেতু (Chenab Bridge) নির্মানের কাজ। জানিয়ে রাখি, দিল্লীর কুতুব মিনারের থেকেও পাঁচ গুণ বেশি উঁচু এই সেতু উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের একটি অংশ। জানিয়ে রাখি, ফ্রান্সের আইফেল টাওয়ার থেকেও ৩৫ মিটার বেশি উঁচু এই সেতুর সাহায্যেই ভারতীয় রেলকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সংযুক্ত করা সম্ভব হয়েছে।

    img 20220916 142618

    অত্যন্ত দুর্গম এলাকায় এই সেতু নির্মানের ফলে নানা রকম বাঁধার সম্মুখীন হতে হয়েছিল নির্মাতাদের। এমনকি সেখানে ঘন্টায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার বেগে প্রবাহিত বাতাসের মধ্যে দাঁড়িয়ে ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতিবেগের বাতাসকে সহ্য করার ক্ষমতা সম্পন্ন করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। স্ট্রাকচারাল স্টিল দিয়ে মাইনাস ১০ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই সেতু নির্মান করা হয়েছে।

    জানা গিয়েছে, এই চেনাব সেতু (Chenab Bridge) নির্মানে প্রায় ১৪৮৬ কোটি টাকা খরচ হয়েছে ভারত সরকারের। এই সেতু এতোটাই মজবুত যা ১০০ বছর এই দুর্গম স্থানে টিকে থাকতে পারবে। তবে ভূমিকম্প ও বিস্ফোরণ কোনকিছুই এই ব্রিজকে টলাতে পারবে না। সেই কারণে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও এটি নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

    সম্প্রতি ভারতীয় রেলের পক্ষ থেকে এই সেতুর বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে স্যোশাল মিডিয়ায়, যার যা শেয়ার করতেই মুহূর্তে মধ্যে ভারাল হয়ে গিয়েছে। চেনাব সেতুর এই মনোমুগ্ধকর ছবি দেখে মুগ্ধ নেটিজনরা। যেখানে দেখা গিয়েছে, মেঘের উপর যেন ভাসমান অবস্থায় রয়েছে এই সেতু। যা এককথায় নৈস্বর্গিক আবহ।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading