বিনোদন দুনিয়ার তারকাদের হাঁড়ির খবর জানতে সর্বদাই আগ্রহী থাকে তাঁদের ফ্যানরা। তারকারা কোথায় কখন যাচ্ছেন থেকে শুরু করে কাদের সঙ্গে মিশছেন, কি করছেন, কি খাচ্ছেন সব বিষয়েই আগ্রহী থাকে তাঁদের ভক্তরা। এসবের মধ্যে আবার তারকাদের সাধারণ জীবন থেকে তারকা হয়ে ওঠার গল্পও জানতে চান তাঁদের ফ্যানরা। এমন অনেক তারকাই আছেন যাদের সেলিব্রিটি ব্যাকগ্রাউন্ড থাকায়, তাঁরা সহজেই বিনোদন দুনিয়ায় নিজেদের সুনাম অর্জন করতে পেরেছেন। আবার এমনও অনেক তারকা রয়েছেন, যাদের কোন সেলিব্রিটি ব্যাকগ্রাউন্ড না থাকায় রীতিমত কষ্ট করেই তাঁরা নিজেদের জীবনে কষ্ট করে সফল হয়েছেন।
সেরকমই একজন হলেন বলিউডের কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan)। গোটা বিশ্ব জুড়ে যার এখন খ্যাতি ছড়িয়ে রয়েছে, প্রথম জীবনে সেই শাহরুখ খান অনেক কষ্ট করেছেন। তারপর আজকের দিনে এই সুনাম অর্জন করতে পেরেছেন। শাহরুখ খানের জীবনের এই কষ্টের বিষয়ে তিনি জানান, যখন প্রথম মুম্বাইতে এসেছিলেন, তখন তাঁর থাকার জায়গা ছিল না। যে টিভি শোতে তিনি কাজ করতে এসেছিলেন, সেখানেই তিনি প্রথম থাকার জায়গা পেয়েছিলেন। এরপর কিছুদিন সেখানেই ঘুমানোর পর, সেখান থেকে একজন তাঁকে একটি থাকার জায়গা দিলেন।
কিছুদিন পর শাহরুখ খান যখন গৌরী খানকে বিয়ে করলেন, তখন তাঁর কাছে কোন টাকা ছিল না। এক বন্ধুর থেকে কিছুটা টাকা ধার করে ভাড়ায় একটি বাড়ি নিয়েছিলেন। জীবনে চলার পথে অনেক কষ্টের মধ্যে দিতে যেতে হয়েছে কিং খানকে। মুম্বাইতে পা রাখার আগেই তাঁর বাবা মা মারা যায়। এমনকি তাঁর বোনের শরীরও সুস্থ ছিল না।
জানিয়ে রাখি, ১৯৮৮-৮৯ সালে ‘ফৌজি’ নামের একটি টিভি শো দিয়ে কেরিয়ার শুরু করেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেখানের প্রধান চরিত্র হঠাৎ সিরিয়াল ছেড়ে বেরিয়ে গেলে, সেখানে জায়গা পেয়েছিলেন শাহরুখ খান। এরপর ‘সার্কাস’ নামের একটি সিরিয়ালেও কাজের সুযোগ পান তিনি। তারপরই চলচ্চিত্র নির্মাতাদের নজরে আসেন শাহরুখ খান এবং ১৯৯১ সালে হেমা মালিনীর বিপরীতে ‘দিল আশনা হ্যায়’ ছবিতে কাজের অফার পান। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে, ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একের পর এক হিট সিনেমা উপহার।
চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া তার ‘বলিউডের রাজা: শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাক্টিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা’ নামক বইতে শাহরুখ খানের বিষয়ে লিখেছেন, শাহরুখের বাবা আবদুল গাফফার খানের অনুসারী এবং তার অহিংস স্বাধীনতা আন্দোলনের অংশ ছিলেন।একই সময়ে, শাহরুখ খানের কাকা শাহনওয়াজ খান সুভাষ চন্দ্র বসুর ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে মেজর জেনারেল ছিলেন। দেশভাগের পর, শাহরুখের পরিবারের বাকিরা পেশোয়ারে থাকতে চাইলেও, তাঁর বাবা ভারতে থাকতে চলে আসেন। পাশাপাশি শাহরুখের মা হায়দ্রাবাদের এবং খুব সাধারণ পরিবার থেকে এসেছিলেন।
বর্তমান সময়ে বান্দ্রা পশ্চিমে মান্নাত নামে একটি ৬ তলা সমুদ্রমুখী বাংলোতে পরিবারের সঙ্গে থাকেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর তিন ছেলে মেয়ে আরিয়ান, সুহানা এবং আব্রাহামও এই শহরে থেকেই বড় হছেন। তবে তাঁদের জীবনে তাঁদের বাবার মত আর কোন কষ্ট না থাকলেও, শাহরুখ খান চান তাঁর ছেলে মেয়েরা নিজেদের পরিচয়ে বড় হোক।