Skip to content

দুর্দান্ত প্ল্যান লঞ্চ করল LIC, প্রিমিয়াম দিন একবার পেনশন পাবেন সারাজীবন!

    img 20230428 124910

    ভারতের জীবন বীমা কর্পোরেশন (LIC) গ্রাহকদের কথা মাথায় রেখে এবার একটি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের অধীনে, গ্রাহকদের শুধুমাত্র একবার প্রিমিয়াম দিতে হবে, এবং আজীবন পেনশন পাবেন ঘরে বসে। এই সরল পেনশন প্ল্যানে গ্রাহকদের বিরাট আর্থিক সুবিধা হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই লোভনীয় প্ল্যানের আরো বিস্তারিত।

    img 20230428 125048

    IRDAI-এর নির্দেশিকা অনুসারে জানা যায়, এটি একটি তাৎক্ষণিক বার্ষিক পরিকল্পনা। এই প্ল্যানে সমস্ত জীবন বীমাকারীদের জন্য একই নিয়ম ও শর্ত রয়েছে। LIC এই স্কিম সম্পর্কে জানিয়েছে, এই পলিসির অধীনে গ্রাহকরা লাইফটাইম এবং জয়েন্ট লাইফ, দুটি বার্ষিক বিকল্পের যেকোনো একটিকে বেছে নিতে পারবেন।

    img 20230428 125335

    দু’টি বিকল্পের মধ্যে প্রথমটি একক জীবনের জন্য। অর্থাৎ পেনশন প্ল্যানটি সংযুক্ত থাকবে স্বামী বা স্ত্রী যেকোনো একজনের সাথে। পেনশনভোগী যতদিন বেঁচে থাকবেন, তিনি ততদিন পেনশন পাবেন। পরবর্তীতে পেনশনভোগীর মৃত্যু হলে পলিসির প্রদত্ত বেস প্রিমিয়াম, তার মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হবে।

    img 20230428 125057

    দ্বিতীয় বিকল্পটি রয়েছে যৌথ জীবনের জন্য। এই পেনশন স্কিমের অধীনে স্বামী-স্ত্রী উভয যুক্ত থাকতে পারবেন। এই বিকল্পে পলিসিধারী যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত পেনশন পাবেন। এরপর একজনের মৃত্যু হলে, ওই ব্যক্তি জীবিত থাকাকালীন যে পরিমান টাকা পেনশন পাবেন, ঠিক সমপরিমাণ টাকা ওপরজন সারাজীবন পেয়ে থাকবেন।

    img 20230428 125039

    এই স্কিমের বিশেষ সুবিধা হিসেবে বলা হয়েছে, পলিসি শুরু হওয়ার ৬ মাস পর থেকেই ঋণ পাওয়া যেতে পারে। পলিসির নিয়ম অনুযায়ী, পলিসিধারীর সর্বনিম্ন বয়স ৪০ বছর রাখা হয়েছে, এবং সর্বোচ্চ বয়স ৮০ বছর নির্ধারণ করা হয়েছে। এই পলিসির অধীনে পেনশন বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক অনুযায়ী উপলব্ধ। LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট – www.licindia.in-এর মাধ্যমে অনলাইনেও প্ল্যানটি কেনা যাবে।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading