Skip to content

LIC দুর্দান্ত প্ল্যানে এখন মাত্র ২৩৩ টাকার বিনিময়ে মিলবে ১৭ লক্ষ টাকার সুবিধা, জানুন বিস্তারিত

    সাধারণ মানুষের কথা মাথায় রেখে এক দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে LIC (Life Insurance Corporation)। বছরের বিভিন্ন সময়ে নানারকম স্কিম সাজিয়ে নিয়ে আসে LIC, যা মানুষ প্রয়োজনে ব্যবহার করে থাকেন। পূর্বেও নানা রকম পলিসি বাজারে নিয়ে এসেছে LIC।

    মানুষ সর্বদাই সুরক্ষিত বিনিয়োগে বিশ্বাসী। আর জীবনে বড় হওয়ার স্বপ্ন সব মানুষই দেখে। তাই বর্তমান সময়ে LIC (Life Insurance Corporation) যে পলিসি নিয়ে এসেছে, তা সর্বসাধারণের জন্যই। আর এই পলিসি অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরীও।

    এই পলিসিতে প্রতি মাসে জমা করতে হবে ২৩৩ টাকা। আর তাঁর পরিবর্তে গ্রাহক পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকা। LIC (Life Insurance Corporation)-র এই লিমিটেড প্রিমিয়াম প্ল্যানের ফলে মেয়ের বিয়ে থেকে শুরু করে লেখাপড়া, সম্পত্তি কেনা বেচার মতো বিষয়ে কিছুটা সাহায্য হবে সাধারণ মানুষের।

    এই পলিসি হোল্ডারের বয়স হতে হবে ৮ থেকে ৫৯ বছরের মধ্যে। মেয়াদ হতে পারে ১৬ থেকে ২৫ বছর পর্যন্ত। আর এই পলিসিতে কমপক্ষে ২ লক্ষ টাকার সাম অ্যাসিওর্ড সমস্যা হতেই হবে। ৩ বছর পর্যন্ত প্রিমিয়ামের সুবিধা রয়েছে এই বিমায়। একটু বুঝে এই পলিসিতে বিনিয়োগ করলে, গ্রাহকরা সুরক্ষার সঙ্গে মোটা মুনাফাও পাবেন।

    এই পলিসি চালু করার পর গ্রাহকের যদি হঠাৎ মৃতু হয় সেক্ষত্রে, যত পর্যন্ত প্রিমিয়াম দেওয়া হয়েছে, তা ফেরত পেয়ে যাবেন গ্রাহকের পরিবারের লোকেরা। আবার বিমার টাকার সঙ্গে বোনাসও পেতে পারে গ্রাহকের পরিবার। আবার এই পলিসিতে সিম্পল রিভার্শনারি বোনাস ও ফাইনাল অ্যাডিশনাল বোনাস এর ক্ষেত্রে ডেথ বেনিফিটও পাবেন গ্রাহকরা।