পারিবারিক ক্ষেত্রে অবসর সময়ের বিনোদনের বিশেষ মাধ্যম সিরিয়াল বা ধারাবাহিক। আর এই ধারাবাহিকের TRP নিয়ে সবসময় টানটান উত্তেজনা। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপির (TRP) তালিকায় সেভাবে দেখা যাচ্ছিল না জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’কে (Mithai)। সম্প্রতি সময়ের পরিবর্তন করে বিকেল ৬ টায় দেখানো হচ্ছে এই ধারাবাহিক (Serial)।
পরিবর্তন হয়েছে শুধু সময়ের, এখনও জনপ্রিয়তায় উপছে পরছে মিঠাই ম্যাজিক, তা আবার বুঝয়ে দিল কলাকুশলীরা। চলতি সপ্তাহে ৬.৬ পেয়ে টিআরপি তালিকায় সাত নম্বরে উঠে এল এই ধারাবাহিক।সেইসঙ্গে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ স্থান করে নিয়েছে এক নম্বরে। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘নিম ফুলের মধু’।
তালিকায় দেখা যাচ্ছে, কিছুটা পিছিয়ে গিয়ে চতুর্থ স্থানে এসে দাঁড়িয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘ধুলোকণা’। সেইসঙ্গে মাধবীলতা’র সঙ্গে সপ্তম স্থান শেয়ার করে নিয়েছে ধারাবাহিক ‘মিঠাই’। অন্যদিকে বেশকিছু সপ্তাহ টিআরপি তালিকার প্রথমে থাকলেও, এই সপ্তাহে অষ্টম স্থানে এসে দাঁড়িয়েছে জি-বাংলার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।
টিআরপি’র তালিকায় সেভাবে দেখা না গেলেও, এই সপ্তাহে দশম স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত TRP তালিকা।
প্রথমঃ জগদ্ধাত্রী – ৮.২ এবং অনুরাগের ছোঁয়া – ৮.২
দ্বিতীয়ঃ নিম ফুলের মধু – ৭.৬
তৃতীয়ঃ আলতা ফড়িং – ৭.৩
চতুর্থঃ ধুলোকণা – ৭.০
পঞ্চমঃ এক্কা দোক্কা- ৬.৯ এবং গৌরী এলো – ৬.৯
ষষ্ঠঃ সাহেবের চিঠি – ৬.৮, গাঁটছড়া – ৬.৮, খেলনা বাড়ি – ৬.৮ এবং গৌরী এলো – ৬.৮
সপ্তমঃ মাধবীলতা – ৬.৬ এবং মিঠাই – ৬.৬
অষ্টমঃ লক্ষ্মী কাকিমা সুপারস্টার -৬.৩
নবমঃ নবাব নন্দিনী -৬.০
দশমঃ হরগৌরী পাইস হোটেল -৫.৪