Skip to content

সকলকে পেছনে ফেলে প্রথম স্থানে লক্ষী কাকিমা, পেছনে পড়ে রইল ফুলঝুরি-মিঠাইরা! রইল সাপ্তাহিক রেটিং চার্ট

    img 20220722 114214

    অপেক্ষার পর এবার সামনে এল ধারাবাহিকের (serial) সাপ্তাহিক রেটিং চার্ট। এই তালিকা দেখলেই বোঝা যাবে বর্তমান সময়ে দর্শক কোন ধারাবাহিককে বেশি পছন্দ করছে। আর দর্শকদের পছন্দের তালিকা থেকে অনেক দূরে সরে গিয়েছে কোন ধারাবাহিক। সিরিয়াল প্রেমী মানুষজন সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন ধারাবাহিকের রেটিং তালিকা দেখার জন্য।

    জেনে নিন এই সপ্তাহে কেই বা হল সেরা ধারাবাহিক (serial)।

    img 20220722 114012

    একটু একটু করে এগোতে এগোতে এবার এই সপ্তাহে সকলকে ছাপিয়ে এগিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। রিপোর্ট বলছে, বর্তমান সময়ের দর্শক জি বাংলার এই ধারাবাহিক (serial) সবথেকে বেশি পছন্দ করছেন। যার কারণে রেটিং চার্টে এই ধারাবাহিক পেয়েছে ৮.২ নম্বর।

    গত সপ্তাহে প্রথম স্থানে থাকলেও, ফুলঝুরি লালনের বিয়ে হয়ে যাওয়ার পর একটু হলেও কমে গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’র (Dhulokona) রেটিং। ৭.৯ নম্বর পেয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।

    img 20220722 113931

    একলাফে বেশ অনেকটা উঠে এসে ৭.৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ধারাবাহিক ‘আলতা ফড়িং’ (Aalta Phoring)। ৭.৬ পয়েন্ট পেয়ে একসময় প্রথম স্থানে থাকা ধারাবাহিক ‘মিঠাই'(Mithai)’ দাঁড়িয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘গৌরী এলো’ (Gouri Elo), পেয়েছে ৭.৪ নম্বর। এই একই সঙ্গে পঞ্চম স্থানে রয়েছে ‘গাঁটছড়া’ (Gantchhora)।

    img 20220722 113947

    তারপর বেশ অনেকটা এগিয়ে এসে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে ‘আমাদের এই পথ যদি না শেষ হয় (Amader Ei Poth Jodi Na Sesh Hoy)’, পেয়েছে ৬.৩। সপ্তম স্থানে ৬.২ নম্বর পেয়ে রয়েছে ‘উমা’ (Uma)। এরপর অষ্টম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa), পেয়েছে ৬.১ নম্বর। নতুন সিরিয়াল হয়েও ৫.৭ রেটিং পেয়ে নবম স্থানে জায়গা পেয়েছে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ (Bodiswottor Bodhbuddhi) এবং দশম স্থানে ৫.৬ নম্বর পেয়ে দাঁড়িয়েছে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading