খুব শীঘ্রই আমির খানের ‘লাল সিং চাড্ডা’ (Laal singh chaddha) ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে আমির খানের বিপরীতে রয়েছেন করিনা কাপুর। এই আসন্ন ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রেন্ড করছে। নেটিজেনরা এই ছবিকে নিয়ে ট্রোল (troll) ও বয়কটের দাবি (Boycott called) করছে। তবে বয়কটের দাবি এখন থেকে নয়, লাল সিং চাড্ডা ছবির ট্রেলার প্রকাশ হতেই নেটিজেনরা ক্রমাগত বয়কটের দাবি জারি রেখেছে। মানুষজন বয়কটের কারণ হিসেবে জানাচ্ছে, তাদের কিছু পুরোনো ঘটনা ও কুরুচিকর মন্তব্য।
হ্যাঁ, পুরনো মন্তব্য কে ঘেরাও করে তাদের ক্রমাগত ট্রোলের স্বীকারোক্তি হতে হয়েছে। জ্ঞানগঙ্গা নামে এক টুইট ব্যবহারকারী করিনা কাপুরের স্বজনপ্রীতি নিয়ে সেই পুরনো মন্তব্যকে তুলে ধরেন। যেখানে করিনা কাপুর স্বজনপ্রীতির জন্য দর্শকদের দায়ী করেন এবং বলেছিলেন, দর্শকরাই আমাদের স্টার বানিয়েছে, যদি ওদের সিনেমা দেখতে সমস্যা হয় তাহলে সিনেমা না দেখতে। সেই জবাবে এই ব্যবহারকারী বলেন, উদুরুডে স্বজনপ্রীতি বিদ্যামান, আমাদের এমন উদুরুডে তারকাদের কোন ছবি দেখা উচিত না।
এরপর রামচরণ নামে এক ব্যবহারকারী বলিউড ও দক্ষিণ ভারতের ছবি তুলনা করেছেন। তিনি বলেন বলিউড সবসময় হিন্দুদের অনুভূতিতে আঘাত করে সেই দিক দিয়ে বিচার করলে দক্ষিণ ভারতীয়রা সম্মান করে। এর সাথে তিনি দক্ষিণ ভারতের অভিনেতা আলু অর্জুন ও আমির খানের একটি ভিডিও ক্লিক শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে আলী অর্জুন শিবলিঙ্গের মাথায় দুধ চড়াচ্ছেন, অন্যদিকে আমির খানকে পিকে ছবিতে দেব-দেবীকে অপমান করতে দেখা যাচ্ছে।
South Indian Movie Never Compromise With Hinduism & Bollywood Always Hurts The Hindu Sentiments Forrest Gump#Bollywood Movie & WebSerie Have Defame The #Hindus God#BoycottLaalSinghChaddha#BoycottBollywood❌#LalSinghChaddha#BoycottbollywoodForever pic.twitter.com/5tGlqTLjWO
— Prabhas (@Boss42265174) July 30, 2022
একইসঙ্গে করুণা ত্যাগী নামে এক ব্যবহারকরি অভিনেতা অনুপম খেরের ভিডিও শেয়ার করে, লাল সিং চাড্ডা ও বলিউডকে বয়কটের দাবি জানিয়েছেন। তিনি বলেন আপনি যদি এই সিনেমাটি দেখতে চান তাহলে আপনাকে রকেট্রি #RocketryTheNambiEffect দেখে শিক্ষা নিতে হবে কিভাবে নোংরা রাজনীতিতে মানুষের জীবন ধ্বংস করে। তাই এই ছবি দেখে আপনারা কেউ টাকা অপচয় করবেন না।
How dirty politics can ruin life of a scientist too like #NambiNarayanan #RocketryTheNambiEffect movie narrates it best so If u guys really want to watch a movie go for it but don't waste money for #LalSinghChaddha type crap movie#BoycottbollywoodForever
pic.twitter.com/Hq2HwffWG2— karuna Tyagi(Proud Hindu) (@K_tyaagii) July 30, 2022
একইসঙ্গে ‘কট্টর হিন্দু’ নামে আরেক ব্যবহারকারী তুর্কি প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে আমির খানের সাক্ষাৎকারের ছবি শেয়ার করেন। ব্যবহারকারী লিখেছেন, ইস্তাম্বুলের হুবার ম্যানশনে রাষ্ট্রপতির বাসভবনে তুর্কি প্রেসিডেন্ট-র সঙ্গে ছবির শুটিং চলাকালী ১৫ ই আগস্ট দেখা করেছিলেন ‘খান দ্যা গ্যাং’ সদস্য আমির খান। তুর্কি হলো সেই দেশ যে ভারতকে বিপদে ফেলতে সবসময় পাকিস্তানের পক্ষ নিয়েছে।
Khan Gang Member Aamir Khan met Turkish First Lady Emine Erdogan on 15 August at presidential residence at Huber Mansion in Istanbul.
Turkey is friend of Pakistan & continuously speaking against Bharat on Kashmir. #LalSinghChaddha pic.twitter.com/CmMYOkLZj8
— Abhinav Kumar (@Hindu_Hridya) July 28, 2022
যাইহোক, লাল সিং চাড্ডা ছবিটি খুব শীঘ্রই অর্থাৎ ১১ ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে আমির খানের বিপরীতে প্রধান ভূমিকার অভিনয় করছেন করিনা কাপুর। নেটিজেনদের এই প্রতিকূলতা কাটিয়ে ছবিটি বক্স-অফিসে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার বিষয়।