Skip to content

বাবার আইডিয়াতে শুরু করেছিলেন ব্যবসা, ২৬ বছর বয়সেই কোটি কোটি টাকার কোম্পানির সিইও লক্ষ্মী

    রাজস্থানের চুরু জেলার রাজগড় তহসিলের একটি লক্ষ্মী পরিবারে ১৯৫০ সালের ২ রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন লক্ষ্মী নিবাস মিত্তল (Lakshmi Mittal)। তাঁর বাবার নাম ছিল মোহন লাল মিত্তল। বিনোদ মিত্তল এবং প্রমোদ মিত্তল নামে দুই ভাই ছিল লক্ষ্মী নিবাসের।

    ছটবেলায় পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন লক্ষ্মী নিবাস। এখানে এসে শ্রী দৌলতরাম নোপানি বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং ইন কমার্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন লক্ষ্মী নিবাস।

    প্রথম থেকেই লক্ষ্মী নিবাসের বাবার নিপপার্ডেন স্টিল নামে একটি ব্যবসা ছিল। ১৯৭৬ সালে ভারত সরকারের উৎসাহে ইন্দোনেশিয়ার সিডোরজোতে মাত্র ২৬ বছর বয়সে তাঁর বাবার সহায়তায় প্রথম ইস্পাত কারখানা ‘পিটি ইস্পাত ইন্দো’ শুরু করেন লক্ষ্মী নিবাস (Lakshmi Mittal)।

    এরপর ২০০৬ সালে আর্সেলর কেনার জন্য অনেক চেষ্টা করলেও, লক্ষ্মীর দেওয়া প্রায় ২৪ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দেন সিইও গাই ডোলি। তবে পরবর্তীতে শেয়ার কিছুটা হ্রাস পায়ার পর ৩৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি হয় আর্সেলর সঙ্গে। চুক্তিবদ্ধ হওয়ার পর নাম হয় ‘আর্সেলরমিত্তল’।

    বর্তমান সময়ে বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক সংস্থা হয়েছে ‘আর্সেলরমিত্তল’, যার ৬০ টি দেশে মোট ২ লক্ষ ৬০ হাজার কর্মচারী রয়েছে। আর এই কোম্পানির সিইও হয়েছেন লক্ষ্মী নিবাস মিত্তল।