Skip to content

সিলভার স্ক্রিনে আবার ফিরছে ‘কুছ কুছ হোতা হ্যায়’, রিমেকে থাকছে এই সকল তারকারা

  img 20220713 142525

  নব্বইয়ের দশকের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai)। এই সিনেমার জনপ্রিয়তা আজও কিন্তু বিন্দুমাত্র ক্ষুন্ন হয়নি। আজও যদি এই সিনেমাটি চালানো হয়, তাহলে টিভির সামনে বসে পড়বেন অনেকেই। সেইসময়ের হিট ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’।

  ছবিতে শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল (Kajol) এবং রানী মুখার্জীর (Rani Mukerji) অভিনয় আজও সিনেমাপ্রেমী মানুষদের হৃদয়ে দাগ কেটে রয়েছে। এই ছবির গল্প থেকে শুরু করে, গান, অভিনেতা অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয়, সবই মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। দর্শকদের রায়ে এই ছবি যেন এই তারকাদের জন্যই তৈরি করা হয়েছিল।

  img 20220713 142433

  কিন্তু একবার ভেবে দেখুন, আপনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখছন, আর সেখানে শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল (Kajol) এবং রানী মুখার্জীর (Rani Mukerji) কাউকেই দেখতে পাচ্ছেন না, তাহলে কেমন হবে? অবাক হচ্ছেন! বাস্তবে এরকমই কিছু একটা করতে চলেছেন ছবির পরিচালক করণ জোহর। এক সাক্ষাৎকারে তিনি এই ছবির রিমেকের বিষয়ে আলোচনা করেন।

  পরিচালক করণ জোহর (Karan Johar) বলেন, ‘যদি ”কুছ কুছ হোতা হ্যায়”র (Kuch Kuch Hota Hai) রিমেকে করা হয়, আর সেখানে রাহুলের ভূমিকায় রণবীর সিং, অঞ্জলির ভূমিকায় আলিয়া ভাট এবং টিনার চরিত্রে যদি জাহ্নবী কাপুরকে নেওয়া হয়, তাহলে কেমন হবে?’ তবে এই ছবির কাস্টিরং বিষয়ে জানালেও, কবে থেকে ছবির কাজ শুরু হবে সেবিষয়ে এখনও কিছু জানায়নি করণ জোহার।

  img 20220713 142408

  জানিয়ে রাখি, ১৯৯৮ সালে তিন বন্ধুর মধ্যেকার প্রেম-ভালোবাসা নিয়ে তৈরি করা হয়েছিল হিন্দি চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai), যা সেইসময় ব্যাপক সাড়া ফেলেছিল। এই সিনেমা দেখেনি এমন মানষও বোধ করি খুঁজে পাওয়া মুসকিল। এই ছবি দেখার পর অনেকেই নিজেদের কলেজ জীবনটা এরকম হওয়ার আশাও করেছিলেন।