এখনই চলে যায়নি শীত। ঘুরে আসছে আবারও। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই আবারও হাড়কাঁপানো শীতের আমেজ অনুভব করতে পারবে কলকাতাবাসী, এমন্টাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (weather office)। তাই যেসকল মানুষজন এটা ভেবে হতাশ হচ্ছিলেন শীত বুঝি এবার পাত্তরি গুটিয়ে বাড়ির পথে যাত্রা করেছে, তাঁদের জন্য এক বড় সুখবর দিল আবহাওয়া দফতর।
ঠান্ডা জাকিয়ে পড়লেও, এরমধ্যে বৃষ্টির সেভাবে কোন সম্ভাবনা নেই বলেই জানাল আবহাওয়া অফিস। সেইসঙ্গে আরও জানাল, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫-র আশেপাশে থাকলেও, বৃহস্পতিবার সেই তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। সেইসঙ্গে বইবে উত্তুরে হাওয়াও।
অর্থাৎ, এর থেকেই বোঝা যাচ্ছে, এখনও বঙ্গ থেকে নিজের ব্যাগপত্র গুটিয়ে নেয়নি শীত। মাঝে কিছুটা বিরতি নিয়ে আবার ও ফেব্রুয়ারীর শুরু থেকেই নিজের কাজে লেগে পড়তে চলেছে। আবার গায়ে দিতে হবে সোয়েটার, রাতে প্রয়োজন হবে লেপ, কম্বলের।
এই বিষয়ে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপকূলীয় জেলাগুলিতে খুব সকাল থেকে বা ভোররাতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এর থেকে একটা কথা স্পষ্ট যে শীত আবারও ফিরছে। যার ফলে ঘরে ঘরে লেপ, কম্বল বের হওয়ার পাশাপাশি আবারও শুরু হবে পিঠে, পুলি তৈরির কাজ। শীতের রোদে বসে আবারও মানুষজন একসঙ্গে বসে পিকনিক করার পরিকল্পনা করতে পারবেন।