Skip to content

‘একেই বলে বাপের বেটা’, জেনে নিন বাবার প্রতিরূপ শাক্যর আসল পরিচয়

    img 20221109 130128

    দর্শকদের মন রেখে গল্পের মোড়কে খুব বেশি না ঘুরিয়ে ধারাবাহিক প্রেমীদের ইচ্ছাপূরণ করল ‘মিঠাই’ (mithai)। কিন্তু আগেই গুঞ্জন উঠেছিল, সন্তানের জন্ম দেওয়ার সময়ই মারা যেতে পারেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’র মিঠাই। আর যা শুনে রীতিমত মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। তবে মিঠাইর কোলে ছোট্ট ছেলেকে দেখিয়ে দর্শকদের মন জয় করে নিলেন ধারাবাহিক নির্মাতারা।

    তবে এরই মাঝে কিছুটা বিষাদের সুর বেজে উঠল ‘মিঠাই’ ধারাবাহিকে। দেখানো হয়েছে, মিঠাই-র মৃত্যুর পর সিডাই-র ছেলে শাক্য মোদক এতোটাই দুষ্টু যে তাঁকে সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বাবা সিদ্ধার্থকে। আর তাঁকে সামলানোর জন্য বাড়িতে এসেছেন এক নতুন ম্যাম, যাকে হুবহু মিঠাই-র মতই দেখতে। যা দেখে রীতিমত তাক লেগে গিয়েছে দর্শকদের।

    img 20221109 130147

    এসবের মধ্যে এবার জেনে নিন সিডাই-র ছেলে অর্থাৎ ধারাবাহিকে শাক্য মোদক বাস্তবে ঠিক কেমন মানুষ। শাক্য মোদকের আসল নাম হল ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)। বয়সে বছর ৫-র হলেও, এই বয়সেই তাবড় তাবড় ব্যক্তিত্বদের টেক্কা দিতে সক্ষম এই খুদে তারকা। এই বয়সেই ৫ টি ভাষায় অহমিয়া, সংস্কৃত, বাংলা, হিন্দি এবং ইংরাজিতে গান গেয়েছেন তিনি। আর এই খবর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে তাঁকে ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ (Rashtriya Bal Puraskar) দেওয়ার ঘোষণাও করেছেন।

    জানিয়ে রাখি, যখন বাচ্চার ঠিক মত কথাও বলতে শেখে না, সেই সময় ৭০ টিরও বেশি গান রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছিলেন ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)। মাত্র ১১ মাস বয়স থেকেই তাঁর গলায় রয়েছে অসাধারণ মিষ্টি সুর। এই ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার ২০২১-এ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নিজের নাম তুলেছেন। তাঁর ইউটিউবে রয়েছে ৪ হাজার ২০০ এবং ফেসবুকে তাঁকে ফলো করেন ১৩ হাজার ১০০ মানুষ।

    img 20221109 130024

    এক সাক্ষাৎকারে ধৃতিষ্মান চক্রবর্তীর (Dhritishman Chakraborty) মা জানান, ‘ছোট থেকে খুব দুষ্টু থাকলেও, গানের প্রতি টান ছিল ছেলের। গান শুনলেই চুপ করে যেত। শান্ত হয়ে গান শুনত’। এদিকে আবার বাস্তব জীবনে সিদ্ধার্থ অর্থাৎ আদৃতও কিন্তু খুব সুন্দর গান গাইতে পারেন।